আগামী শনিবার তিন দিনের সফরে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে (Tshering Tobgay) তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী শনিবার, ২২ নভেম্বর ঢাকায় আসছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি এই সফরে আসছেন।
এই সফরের প্রধান লক্ষ্য হলো দুই দেশের মধ্যে সংযোগ, বাণিজ্য এবং বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করা।সফরের প্রথম দিন শনিবার ভুটানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত ও প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
এই সফরে দুই দেশের মধ্যে অন্তত তিনটি সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কৃষি খাতের বিষয়ে সমঝোতা অন্তর্ভুক্ত থাকতে পারে।অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিকে (PTA) মুক্ত বাণিজ্য চুক্তিতে (FTA) উন্নীত করার বিষয়ে আলোচনা হবে। এছাড়া, ভুটানের গেলেইফু মাইন্ডফুলনেস সিটি এবং বাংলাদেশের কুড়িগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন এবং জলবিদ্যুৎ আমদানি নিয়েও আলোচনা হতে পারে।
প্রধানমন্ত্রী তোবগে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং অন্যান্য উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়িক সম্প্রদায়ের সঙ্গেও বৈঠক করবেন। তিনি ২৪ নভেম্বর পর্যন্ত ঢাকা সফর করবেন। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে।
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে ১৩ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও ঢাকায় আসবে। বাংলাদেশ সরকার ভুটানের প্রধানমন্ত্রীকে সফরকালীন সময়ে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) হিসেবে ঘোষণা করেছে।

