তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ
আজ ২০ নভেম্বর, ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন 
তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। 
যদিও আজ তার জন্মদিন, তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বিএনপি কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করছে না। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, কেক কাটা, পোস্টার ও ব্যানার লাগানো এবং আলোচনা সভার মতো কোনো আনুষ্ঠানিক কর্মসূচি পালন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকতে বলা হয়েছে। 
এর পরিবর্তে, তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া-মিলাদ এবং মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে দিনটি পালন করার জন্য দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে জেলা ও স্থানীয় বিএনপি ইউনিটগুলি দোয়া মাহফিলের আয়োজন করেছে। 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *