ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কঙ্গোতে নৌকাডুবি, অন্তত ৭০ জন নিখোঁজ

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মধ্যাঞ্চলীয় কাসাই প্রদেশে ১২০ যাত্রী নিয়ে একটি নদীতে নৌকা ডুবে প্রায় ৭০ জন নিখোঁজ হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের রেডিও’র তথ্য অনুসারে, ৮০০ কিলোমিটার দূরে বেনা ডিবেলে বন্দর থেকে রাজধানী কিনশাসার দিকে যাচ্ছিল। ঘূর্ণিঝড়ের ফলে সানকুরু নদীতে এটি ডুবে যায়।

স্থানীয় প্রশাসক ফ্রাঁসোয়া আহোকার বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটিতে প্রায় ১২০ জন যাত্রী ছিল। এখন পর্যন্ত প্রায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান অভিযান চলছে।

আহোকা উদ্ধারকারী দলগুলোর সম্মুখীন হওয়া অসুবিধাগুলো তুলে ধরেন। তিনি জীবিতদের সনাক্তকরণ এবং উদ্ধারকৃত মৃতদেহের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার জন্য পরিবারগুলোকে আহ্বান জানান।

প্রসঙ্গত, অপ্রতুল ব্যবস্থার কারণে কঙ্গোতে নৌ-দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। সেই সঙ্গে বেশিরভাগ রাস্তাঘাটও চলাচলের অনুপযোগী।

 

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *