আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সন্ত্রাসীদের গুলিতে নিহত ওসমান হাদির তার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কথা ছিল। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঘটকেরচর এলাকায় আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আক্ষেপ প্রকাশ করে বলেন, “শহীদ ওসমান হাদি আমার নির্বাচনী এলাকায় আসার কথা ছিল। তিনি নিজেই স্বতঃস্ফূর্তভাবে আমার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, প্রচারণায় আসার আগেই সন্ত্রাসীদের নির্মম গুলিতে তিনি শহীদ হন।”
শুক্রবার রাত ৮টার দিকে আয়োজিত এই কর্মীসভায় ব্যারিস্টার ফুয়াদ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ওসমান হাদির আত্মত্যাগের বিষয়ে কথা বলেন। তার এই বক্তব্যে সভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তিনি অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাবুগঞ্জ ও মুলাদী এলাকায় গণসংযোগ ও কর্মীসভা চালিয়ে যাচ্ছেন এবি পার্টির এই শীর্ষ নেতা।