আন্তর্জাতিক ডেস্ক | ৮ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের রাজধানী সল্টলেক সিটিতে একটি গির্জার সামনে পার্কিং লটে নির্বিচার গুলিবর্ষণে অন্তত দুইজন নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সল্টলেক সিটির ‘চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেন্টস’ (মরমোন গির্জা নামে পরিচিত)-এ তখন একটি অন্ত্যেষ্টিক্রিয়া বা স্মরণসভা চলছিল। ঠিক সেই সময় গির্জার বাইরের পার্কিং লটে কয়েকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
ঝগড়ার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত দুইজন প্রাণ হারান। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
পবিত্র ধর্মীয় উপাসনালয়ে অন্ত্যেষ্টিক্রিয়ার মতো শোকাবহ অনুষ্ঠানের সময় এমন সহিংসতায় স্থানীয় কমিউনিটিতে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।