গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “আপনারা যদি চান তাহলে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে।”
রোববার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আগ্রাসনবিরোধী পদযাত্রা এবং গণসংযোগে তিনি এসব কথা বলেন।
ভোটারদের উদ্দেশে প্রশ্ন রেখে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আপনারা কি দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চান? দেশের ছেলে-মেয়েরা যথাযথ লেখাপড়া শেষে ভালো চাকরি পাক—সেটা চান? স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হোক—সেটা চান? যদি চান, তবে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকবেন।”
দুর্নীতির ভয়াবহতা বোঝাতে তিনি একটি উপমা ব্যবহার করেন। তিনি বলেন, “আমাদের আগে দুর্নীতি বন্ধ করতে হবে। যেমন ধরেন একটা বড় ট্যাংক, যার মধ্যে অনেকগুলো ছিদ্র আছে। সেখানে যতই পানি দেন, কোনো লাভ হবে না। আর এই ছিদ্রগুলোই হচ্ছে দুর্নীতি। ঋতু পরিবর্তনের সঙ্গে ঝড়-বৃষ্টি আসবেই, কিন্তু দুর্নীতির কারণে ট্যাংকে পানি থাকে না। আমরা দুর্নীতি বন্ধ করতে পারলে উন্নয়ন দৃশ্যমান হবে।”
আসন্ন নির্বাচনকে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, “এবারের নির্বাচন হবে ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন। এই লড়াইতে তরুণ প্রজন্ম এবং মা-বোনদের (আন্টিদের) মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে।”
দিনব্যাপী এই গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।