দ্বিতীয়স্থানে উঠে এলেন সাকিব

আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে তালিকার  দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তার সংগ্রহে আছে ৩৪৬ রেটিং।
৩৮৫ রেটিং নিয়ে শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। জাদেজার চেয়ে ৩৯ রেটিং পিছিয়ে আছেন সাকিব।
চলমান দুই  টেস্ট সিরিজে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ হওয়া প্রথম  ম্যাচে  ব্যাট হাতে দুই ইনিংসেই হাফ-সেঞ্চুরি করেন তিনি। ৫১ ও ৬৩ রানের দু’টি দায়িত্বশীল ইনিংস খেলেন সাকিব। দুই ইনিংসেই দলের চরম বিপর্যয়ের সময়ে দারুন  ব্যাট করেছেন তিনি।
বল হাতে পুরোপুরিভাবে নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব। দুই ইনিংসে মাত্র ১ উইকেট পেলও  অ্যান্টিগা টেস্টের পারফরমেন্সে র‌্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে জায়গা করে নিয়েছেন সাকিব।
আগামী ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। ঐ টেস্টেও ভালো পারফরমেন্স করে র‌্যাংকিংয়ে নিজের অবস্থানকে সুসংহত করার সুযোগ থাকছে সাকিবের সামনে।
২০১১ সালে প্রথম অলরাউন্ডার তালিকার শীর্ষ স্থানটি দখল করেন সাকিব।
সাকিব দুই ধাপ এগিয়ে যাওয়ায়, এক ধাপ করে নিচে নেমে যেতে হয়েছে ভারতের রবীচন্দ্রন অশি^ন ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে। ৩৪১ রেটিং নিয়ে তৃতীয়স্থানে আছেন অশি^ন। আর ৩২৯ রেটিং নিয়ে চতুর্থস্থানে হোল্ডার।

ঈদ উপলক্ষে দোকানপাট খোলা রাত ১০টা পর্যন্ত

ঢাকাঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১ থেকে ১০ জুলাই পর্যন্ত দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধের সময় রাত ৮টার পরিবর্তে ১০টা করেছে সরকার। তবে ১০ জুলাইয়ের পর আবার রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকানপাট।

বুধবার (২২ জুন) বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২২ উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে সরকার বিশেষ ব্যবস্থা বিবেচনায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮) এর ১১৪(৪) ধারার ক্ষমতাবলে একই আইনের ১১৪(৩) ধারায় বর্ণিত দোকান বন্ধের সময় সাময়িক পরিবর্তন করে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা করা হলো। আগামী ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে দোকান মালিক সমিতির পক্ষ থেকে ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার আবেদন জানানো হয়েছিল। শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি চাওয়া হয়। প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার পর আজ প্রজ্ঞাপন জারি করল শ্রম মন্ত্রণালয়।

এর আগে গত সোমবার (২০ জুন) থেকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার পর সারাদেশে দোকান, বিপণিবিতান, মার্কেট ও মুদি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। রোববার (১৯ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিক স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়। চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী সানুগ্রহ নির্দেশনা দিয়েছেন।

 

চিঠিতে আরও বলা হয়েছে, এ লক্ষ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১১৪ ধারার বিধান কঠোরভাবে প্রতিপালনপূর্বক সারাদেশে রাত আটটার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণি বিতান, কাঁচা বাজার ইত্যাদি খোলা না রাখার বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

তবে জরুরি প্রয়োজনে রাত ৮টা পরেও খোলা যাখা যাবে কিছু প্রতিষ্ঠান। যেসব প্রতিষ্ঠান হলো- ডক, জেটি, স্টেশন অথবা বিমান বন্দর এবং পরিবহন সার্ভিস টার্মিনাল অফিস, প্রধানত তরি-তরকারি, মাংস, মাছ, দুগ্ধ জাতীয় সামগ্রী, রুটি, পেস্ট্রি, মিষ্টি এবং ফুল বিক্রির দোকান, ঔষধ, অপারেশন সরঞ্জাম, ব্যান্ডেজ অথবা চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রীর দোকান, দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রির দোকান, তামাক, সিগারেট, পান-বিড়ি, বরফ, খবরের কাগজ, সাময়িকী বিক্রির দোকান এবং দোকানে বসে খাওয়ার জন্য নাশতা বিক্রির খুচরা দোকান, খুচরা পেট্রোল বিক্রির জন্য পেট্রোল পাম্প এবং মেরামত কারখানা নয় এমন মোটর গাড়ির সার্ভিস স্টেশন, নাপিত এবং কেশ প্রসাধনীর দোকান, যেকোনো ময়লা নিষ্কাশন অথবা স্বাস্থ্য ব্যবস্থা, যেকোনো শিল্প, ব্যবসা বা প্রতিষ্ঠান যা জনগণকে শক্তি, আলো-অথবা পানি সরবরাহ করে। এছাড়াও ক্লাব, হোটেল, রেস্তোরাঁ, খাবার দোকান, সিনেমা অথবা থিয়েটার।

সকলকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে হবে : মোস্তফা ভুইয়া

সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, রাজনৈতিক কাঁদা ছোড়াছুড়ি বাদ দিয়ে দেশের সকল মানুষকে দল-মত নির্বিশেষে দুর্গতদের পাশে দাঁড়াতে হবে। এটিই হচ্ছে এখন প্রধান রাজনীতি। মনে রাখতে হবে মানুষের কল্যানের জন্যই রাজনীতি।

বুধবার (২২ জুন) রাজধানীর নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাপ’র উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজহাত গানি শবনমের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি মরহুমা নাজহাত গানি শবনমরে অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের নারী সমাজের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠায় তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করতে জাতি। কর্মীবান্ধব এমন রাজনৈতিক ব্যাক্তিত্ব আজ বড়ই অভাব।

দেশবাসীকেও এই বানভাসী মানুষের পাশে সর্বাত্মকভাবে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, দুর্নীতি, সরকারের অপরিকল্পিত উন্নয়ননীতি ও প্রকৃতিবিরোধী প্রকল্পের কারণে একদিকে পরিবেশ ধ্বংস হচ্ছে, অপরদিকে একই বাঁধ প্রতিবছর ভাঙছে। অভিন্ন নদীসহ দেশের নদীগুলোতে বাঁধ দেওয়া, পানির ন্যায্য হিস্যা না পাওয়ার কারণে নদীগুলোর নাব্য ধ্বংস হয়েছে।

তিনি বলেন, নদীর পানি প্রবাহে বাঁধার সৃষ্টি করা যাবে না, বরং নদী-খাল-বিল-হাওর-বাঁওড় খনন করার দ্রæত উদ্যোগ নিয়ে দেশকে রক্ষা করতে হবে। ভারতের সঙ্গে জরুরি বৈঠকের মাধ্যমে পানির সমস্যা সমাধানের ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া’র সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, দলের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নারী আন্দোলন সভাপতি মিতা রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. আমজাদ হোসেন, ঢাকা মহানগর সহ-সভাপতি শফিকুল আলম শাহীন, প্রচার সম্পাদক বাদল দাস প্রমুখ।

বিয়ের কথা বলে ডেকে নিয়ে কোম্পানীগঞ্জে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ,থানায় মামলা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের কথা বলে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৫) গণধর্ষণের অভিযোগ উঠেছে।

যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে তারা হলেন ,বসুরহাট পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান সাহাব উদ্দিনের ছেলে আবু দারদাহ ওরফে বাপ্পী (২৫) ও কবিরহাট পৌরসভা ৪নম্বর ওয়ার্ডের বেপারী বাড়ির মো.সবুজের ছেলে হৃদয় (২৮)।এর মধ্যে বাপ্পীর সঙ্গে মেয়েটির পূর্বপরিচয় ছিল।

গতকাল মঙ্গলবার (২১ জুন) রাত ১১টার দিকে এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় ওই কিশোরীর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।  এর আগে, গত বৃহস্পতিবার ১৬ জুন উপজেলার বসুরহাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকার রোকেয়া এভিনিউ ভবনের নিচ তলায় গণধর্ষণের এ ঘটনা ঘটে।

কিশোরীর মা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি বাপ্পী বসুরহাট বাজারের মসজিদ মার্কেটে কাপড়ের ব্যবসা করে। তার দোকানে কেনা কাটা করার সুবাদে তার সাথে ওই কিশোরীর সু-সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে কিশোরীর মোবাইল নম্বর নিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে সে।  তারপর বিয়ের প্রলোভন দেখিয়ে তার ভাড়া বাসায় নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। কিশোরী বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে,গত ১৬ জুন বাপ্পী তাকে বিয়ের কথাবার্তা চূড়ান্ত করার জন্য তার ভাড়া বাসায় ডেকে নেয়। কিশোরী ভাড়া বাসায় গেলে বাপ্পী ও তার বন্ধু হৃদয় একে অপরের সহায়তায় কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। শেষে এ বিষয়ে বাড়াবাড়ি না করার জন্য ভয় ভীতি প্রদর্শন করে তারা তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। কতিপয় প্রভাবশালী ব্যক্তি এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারের উপর চাপ সৃষ্টি করছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন,গণধর্ষণের অভিযোগ এনে কিশোরীর মা এজাহার দাখিল করেছে। বুধবার সকালে ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মদিনায় আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবের মদিনায় আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুন) তারা মারা যান। এ নিয়ে ৬ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে যাওয়া রংপুর পীরগাছার মো. আব্দুল জলিল খান (৬২) মঙ্গলবার রাতে মদিনার মসজিদে নববীর ৩৮ নং গেটের কাছাকাছি রিয়াজুল জান্নাহ’য় প্রবেশের সময় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর- BX0552614।

মারা যাওয়া ওপর হজযাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে যাওয়া ঢাকার কোতোয়ালির বিউটি বেগম (৪৭)। তার পাসপোর্ট নম্বর- EA0009584। বিউটি বেগম স্থানীয় সময় মঙ্গলবার ভোরে মদিনার কিং ফাহাদ হাসপাতালে ইন্তেকাল করেন।

বুলেটিনে জানানো হয়েছে, মঙ্গলবার পর্যন্ত ৭৮টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন ২৮ হাজার ৩০৯ জন হজযাত্রী। সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ২৪ হাজার ৯২৪ জন রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৪৩টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৩০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে। চুক্তি অনুযায়ী এবার হজে সৌদি এয়ারলাইন্স ২৩ হাজার ৫৪৫ জন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৯ হজযাত্রী বহন করবে।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু আগামী ১৪ জুলাই, ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

নারী ও শিশু ধর্ষণের ভয়াবহ রূপ পাকিস্তানে, জরুরি অবস্থা জারি

ঢাকাঃ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নারী ও শিশুদের ওপর যৌন অপরাধের মাত্রা বৃদ্ধি পাওয়ায় জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে প্রশাসন। মঙ্গলবার (২১ জুন) পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আত্তা তারার বরাতে এ খবর প্রকাশ করেছে ডন।

পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী আত্তা তারার জানান, এমনভাবে ধর্ষণের ঘটনা বাড়ছে, যে বাধ্য হয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রশাসন। প্রদেশে নারী ও শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনার দ্রুত বৃদ্ধি সমাজ এবং সরকারি কর্মকর্তাদের জন্য একটি গুরুতর সমস্যা।

স্বরাষ্ট্রমন্ত্রী তারার বলেন, ‘‘প্রতিদিন চার থেকে পাঁচটি ধর্ষণের ঘটনা ঘটছে পাঞ্জাবে। শুধু মহিলারাই নয়, নির্যাতিত হচ্ছেন শিশুরাও। এ পরিস্থিতি ঠেকাতে, মহিলা ও শিশুদের সুরক্ষিত করতে জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

অব্যাহত ধর্ষণের ঘটনায় একাধিক অভিযুক্তকে আটকের খবর নিশ্চিত করেছেন তারার। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, যৌন অপরাধ সংক্রান্ত মামলাগুলোতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া পরিস্থিতি উত্তরণে ধর্ষণ বিরোধী সচেতনতা প্রচারণা শুরু করেছে প্রাদেশিক সরকার। যার অংশ হিসেবে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্ষণ বিরোধী প্রচারণার আহ্বান এবং পরিবারের অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তারার।

প্রদেশের আইনমন্ত্রী মালিক মহম্মদ আহমেদ খান বলেন, ‘‘হঠাৎ পরিস্থিতি এত খারাপ হল কেন, কীভাবে সমস্যার সমাধান করা যায়, সেই বিষয়ে নাগরিক সমাজ, মহিলা অধিকার রক্ষা সংগঠন, শিক্ষক এবং আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

স্বপ্নের পদ্মা সেতু: বাগেরহাটে উন্মোচিত হবে পর্যটনের স্বর্ণ দুয়ার

পদ্মা সেতু চালু হলে বাগেরহাটে উন্মোচিত হবে পর্যটনের স্বর্ণ দুয়ার। বাগেরহাট পর্যটনের অপার সম্ভাবনা সত্ত্বেও যোগাযোগ অবকাঠামোর অভাবে পিছিয়ে ছিল বাগেরহাট। তবে পদ্মা সেতু চালু হলে এ চিত্র বদলে যাবে। সহজে রাজধানীসহ সমগ্র বাংলাদেশে যাতায়াত সুবিধার কারণে দেশি বিদেশি পর্যটকের সমাগম বাড়বে। এসব পর্যটন এলাকা ঘিরে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে।

বাগেরহাট ষাটগম্বুজ যাদু ঘরের কাষ্টডিয়ান মোঃ যায়েদ বলেন, প্রতœ সম্পদ আর পুরাকির্ত্তীর শহর বাগেরহাট।এখানে রয়েছে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়া ষাটগম্বুজ মসজিদ ও বিশে^র^ জীববৈচিত্রের বৃহত্তম আধার ম্যানগ্রোভ সুন্দরবন । এখানে আরো রয়েছে খানজাহান আলী ( রঃ) মাজার ও দিঘি, অযোধ্যা মঠ, মোড়েল স্মৃতিসৌধের মত মধ্যযুগীয় অপূর্ব স্থাপত্যকলার নিদর্শন। এছাড়াও বাগেরহাটের বিভিন্ন স্থানে ঐতিহাসিক স্থাপত্য শিল্পকলার নিদর্শন রয়েছে। এগুলোর মধ্যে বিবি বেগমী মসজিদ, চুনখোলা মসজিদ, রেজাখোদা মসজিদ, ঘোড়া দীঘি, পচা দীঘি, পিসি রায়ের মুর্তি, জিন্দা পীরের মাজার, পগল পীরের মাজার, ঠান্ডা পীরের মাজার প্রভৃতি উলে¬খযোগ্য। অসংখ্য পুণ্যার্থী ও সৌন্দর্য পিপাসুদের কাছেটানে বাগেরহাটের ঐতিহাসিক স্থানসমূহ। এ বছরে প্রায় ১ লাখ ৮০ হাজার দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে। ।্ পদ্মা সেতু চালু হলে যাতায়েত সুবিধার কারণে দেশি বিদেশি পর্যটকের সংখ্যা দ্বিগুন হবে বলে আশা করেন তিনি।তিনি আরো বলেন পদ্মা সেতু চালু হলে উন্মোচিত হবে পর্যটনের স্বর্ণ দুয়ার। এর ফলে বিপুল পরিমান রাজস্ব আয় হবে।

বাগেরহাট ষাটগম্বুজ যাদু ঘরের কাষ্টডিয়ান মোঃ যায়েদ আরো বলেন, প্রতœ সম্পদ আর পুরাকির্ত্তীর শহর বাগেরহাট।খান জাহান আলী (রঃ) সম্ভবত গৌড়ের সুলতান নাছির উদ্দিন শাহের ঘনিষ্ঠ বন্ধু ও সেনানায়ক ছিলেন। এ জ নপদ আবাদসহ এক রাজ্য বিস্তার করে তিনি ইসলাম প্রচার ও শাসন এর পাশাপাশি তিনি মানব প্রেমে উদ্ধুদ্ধ হয়ে যশোরের বারোবাজার থেকে শুরু করে এ অঞ্চল জুড়ে ৩৬০ টি মসজিদ ও ৩৬০ টি দীঘি খনন করেন। খান জাহান আলী (রঃ) দীঘির উত্তরপাড়ে এ পুণ্যাত্ম আল্লাহর ওলির মাজার শরীফ ও সমাধি সৌধ নির্মিত হয়। জাতি, ধর্ম, নির্বিশেষে দেশ-বিদেশের অসংখ্য ভক্ত ও পর্যটক ১৪৫৯ সালে তার মৃত্যুর পর থেকে এ মাজারে আসেন জিয়ারতে । হযরত খান জাহান আলী (রঃ) মাজার সংলগ্ন প্রায় ৬১.৭৫ একর জমি জুড়ে এ দীঘি অবস্থিত। এ দীঘিতে ‘ধলা পাহাড় ও ‘কালা পাহাড়’ নামক কুমির । ‘ধলা পাহাড় ও ‘কালা পাহাড়’ বলে ডাকলে আজও তারা দীঘির ঘাটে আসে।

খান জাহান আলী (রঃ) অমর কীর্তি ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ। লাল পোড়ামাটির ওপর লতাপাতায় অলংকরণে মধ্যযুগীয় স্থাপত্য শিল্পে এ মসজিদ বিশেষ স্থান দখল করে আছে। মসজিদের গম্বুজগুলো ইট ও পাথরের ৬০ টি খাম্বা বা পিলারের ওপর নির্মিত। এ কারণে এর নাম হয়েছে ষাট গম্বুজ মসজিদ। মসজিদটিতে গম্বুজ রয়েছে ৭৭ টি। ইমারতের গঠন ও বৈচিত্র্যে তুঘলক স্থাপত্যের বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়। এর দৈর্ঘ্য ১৬০ ফুট এবং প্রস্থ ১০৮ ফুট। ইউনেস্কো ষাট গম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্য তালিকার অন্তর্ভূক্ত করেছে।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়া সুন্দরবনের প্রধান আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগার ও চিত্রল হরিণ। বনবিভাগসহ প্রশাসনের কঠোর নজরদারির কারনে সুন্দরবনে প্রচুর পরিমাণে হরিণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যা দেশী বিদেশী পর্যটকদের আকৃষ্ট করছে।কথিত আছে দিনরাত ২৪ ঘন্টা ৬ বার রূপ পাল্টানো সুন্দরবন । বন মোরগের ডাকে ঘুম ভাঙ্গছে বনের পর্যটক, কর্মকর্তাসহ বনরক্ষীদের। বিভিন্ন প্রজাতির পাখি কিচির-মিচির শব্দ করে গাছের এ ডাল থেকে ওডালে উড়ে ফিরছে। দেশি বিদেশি সৌন্দর্য পিপাসুদের কাছেটানে এ সুন্দরবন।মোহাম্মদ বেলায়েত হোসেন আরো জানান চলতি অর্থ বছরে ১ লাখ ২০ হাজার দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে সুন্দরবনে। এতে রাজস্ব আয় হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা। পদ্মা সেতু চালু হলে যা দ্বিগুন হবে বলে আশা করেন তিনি।

বন বিভাগের তথ্য মতে ,বঙ্গোপ সাগরের কোল ঘেঁষে দেশের বাগেরহাট,খুলনা ও সাতক্ষিরা জেলায় অবস্থিত পৃথীবির একক বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন। বর্তমানে সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন হচ্ছে ৬ লাখ ১ হাজার ৭০০হেক্টর । যা দেশের আয়তনের ৪ দশমিক ১৩ ভাগ। সংরক্ষিত এ বনের ৩টি অভ্যায়ারন্যের ১ লাখ ৩৯ হাজার ৭০০ হেক্টর বনাঞ্চলকে ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর জাতিসংঘের ইউনেস্কো ৭৯৮তম ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড ঘোষণা করে। সুন্দরবন ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইডের পাশাপাশি বিশে^র বৃহৎ জলাভূমিও। ১৯৯২ সালে সমগ্র সুন্দরবনের এ জলভাগকে রামসার এলাকা হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ।

সুুন্দরবনে ৪৫০টি ছোট-বড় নদী ও খালে রয়েছে বিলুপ্তপ্রায় প্রজাতির ইরাবতীসহ ৬ প্রজাতির ডলফিন, ২১০ প্রজাতির সাদা মাছ, ২৪ প্রজাতির চিংড়ি, ১৪ প্রজাতির কাঁকড়া, ৪৩ প্রজাতির মলাস্কা ও ১ প্রজাতির লবস্টার,কুমরি ইত্যাদি। সুন্দরবনের স্থল ভাগে সুন্দরী, গেওয়া,গরান, পশুরসহ ৩৩৪ প্রজাতির উদ্ভিদরাজি রয়েছে। এছাড়া ৩৭৫ প্রজাতির বন্য প্রাণীর মধ্যে রয়েল বেঙ্গল টাইগার ও হরিণসহ ৪২ প্রজাতির স্তন্যপায়ী, লোনা পানির কুমির, গুইসাপ, কচ্ছপ, ডলফিন, অজগর, কিংকোবরাসহ ৩৫ প্রজাতির সরীসৃপ ও ৩১৫ প্রজাতির পাখি রয়েছে। যা সৌন্দর্য পিপাসুদের হাতছানি দেয়।