ওপেনার তামিম ইকবাল ও পেসার এবাদত হোসেনের পর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতিমূলক ম্যাচে ভালোভাবেই প্রস্তুতি সারলেন আরেক পেসার মুস্তাফিজুর রহমান। প্রস্তুতির ম্যাচটি নিষ্প্রাণ ড্র’ হয়েছে।
প্রথম ইনিংসের প্রথম দুই দিনে তামিমের অনবদ্য ১৬২ রানের পর বল হাতে ৩ উইকেট নিয়েছিলেন এবাদত। আর ম্যাচের তৃতীয় দিন বল হাতে ৩ উইকেট নেন মুস্তাফিজ। তবে ব্যাটার মোমিনুল হককে নিয়ে চিন্তা খেকেই যাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। প্রথম ইনিংসে শুন্যর পর দ্বিতীয় ইনিংসে ৪ রানে আউট হন তিনি।
তামিমের ব্যাটিং দৃঢ়তায় ৯৭ ওভারে ৭ উইকেটে ৩১০ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে ৮ উইকেটে ৩৫৯ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষনা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ। ফলে প্রথম ইনিংস খেলে ৪৯ রানের লিড পায় স্বাগতিকরা।
এই ইনিংসে বল হাতে বাংলাদেশের মুস্তাফিজ ৩৪ রানে ও এবাদত ৬৭ রানে ৩টি করে উইকেট নেন।
নিজের দ্বিতীয় ইনিংসে ২০ ওভার ব্যাট করে বাংলাদেশ। ১ উইকেটে ৪৭ রান করে তারা। মেহেদি হাসান মিরাজ ৩২ রানে অপরাজিত থাকেন। মাহমুদুল হাসান জয় ৯ রানে অপরাজিত থাকেন। ৪ রান করে আউট হন মোমিনুল।
আগামী ১৬ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিরিজটি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
Leave a Reply