ইলন মাস্কের টুইটার কেনার চুক্তি আপাতত স্থগিত

টেসলার বিলিয়নেয়ার ইলন মাস্ক টুইটার কেনার পরিকল্পনা অস্থায়ীভাবে স্থগিত রেখেছেন, তিনি ৪৪ বিলিয়ন ডলারের এই মালিকানা গ্রহণ করতে এগিয়ে যাবেন কিনা তা নিয়ে নতুন করে সংশয় প্রকাশ করেছেন।
মাস্ক শুক্রবার সকালে টুইট করেছেন যে তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্প্যাম এবং জাল অ্যাকাউন্টের সংখ্যা চিহ্নিত করতে চেয়েছিলেন। তিনি টুইটারের সমস্যা “স্প্যাম বট” পরিষ্কার করার বিষয়ে সোচ্চার ছিলেন, যাতে সত্যিকারের লোকেদের অনুকরণ করে জাল অ্যাকাউন্ট খোলা হয়। টুইটার এরকম জাল অ্যাকাউন্ট কম রিপোর্ট করছে কিনা তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন।

কিন্তু কোম্পানিটি নিয়ন্ত্রক ফাইলিংয়ে প্রকাশ করেছে যে তাদের বট আনুমানিক হিসেব কমপক্ষে দুই বছর ধরে কম। তাই কিছু বিশ্লেষক মনে করেন যে মাস্ক ক্রয় থেকে ফিরে আসার কারণ হিসাবে সমস্যাটি উত্থাপন করতে পারেন।

স্প্যাম/জাল অ্যাকাউন্টগুলি প্রকৃতপক্ষে শতকরা ৫ ভাগেরও কম- টুইটারের এই উক্তির প্রতি ইঙ্গিত করে মাস্ক শুক্রবার সকালে টুইট করেছেন যে তিনি সন্দেহ করছেন যে অনোনুমদিত অ্যাকাউন্টের সংখ্যা এত কম।
পরিশেষে মাস্ক শুক্রবার টুইট করেছেন যে তিনি “এখনও মালিকানা গ্রহণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।” টুইটার বা মাস্ক কেউই শুক্রবার মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। টুইটারে জাল অ্যাকাউন্টের সমস্যা কোনও গোপন বিষয় নয়।

ইউ.এস. সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে তাদের ত্রৈমাসিক ফাইলিংয়ে, টুইটার নিজেই তাদের বট অ্যাকাউন্টের গণনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যে তা সঠিক ছিল, তারা স্বীকার করে যে অনুমান আরো কম হতে পারে। ” তাৎপর্যপূর্ণভাবে বিচার করলে আমাদের অনুমান, মিথ্যা বা স্প্যাম অ্যাকাউন্টগুলি্র প্রকৃত সংখ্যাকে সঠিকভাবে উপস্থাপন নাও করতে পারে এবং মিথ্যা বা স্প্যাম অ্যাকাউন্টের প্রকৃত সংখ্যা আমাদের অনুমানের চেয়ে বেশি হতে পারে,”।

কুইনিপিয়াক ইউনিভার্সিটির ব্যবসায়িক সাংবাদিকতা ও আর্থিক যোগাযোগের অধ্যাপক সারা সিলভার বলেন, মনে হচ্ছে মাস্ক চুক্তি থেকে বেরিয়ে আসার অজুহাত হিসেবে স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা ব্যবহার করছেন।
সিলভার বলেন, ” শুধুমাত্র এই কারণেই তিনি চুক্তিটি সম্পাদনে বিরতি দিচ্ছেন, এটি বিশ্বাসযোগ্য নয়।এটা তার জন্য নতুন কোনো বিষয় নয়।”

টুইটার এবং টেসলা উভয়ের স্টক শুক্রবার বিকেলে প্রচন্ড ভাবে ওঠা-নামা করছে। টুইটারের স্টক প্রায় ৯ শতাংশ কমে গেছে এবং টেসলার শেয়ার, যা মাস্ক টুইটার চুক্তিতে অর্থ সাহায্য করার জন্য ব্যবহার করার প্রস্তাব করেছিলেন, প্রায় ৮ শতাংশ বেড়েছে।

তবে টেসলার শেয়ার, যা মাস্ক টুইটারের মালিকানার জন্য কিছুটা বিক্রি করছেন সেট্ওি পড়ে যায় যখন প্রকাশ হয় যে সামাজিক প্ল্যাটফর্মই হচ্ছে মাস্কের লক্ষ্য।

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ের পাশে এই ঘটনা ঘটে।ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

ঢাকা কলেজের শৃঙ্খলা কমিটির সদস্য সহকারী অধ্যাপক আলতাফ হোসেন বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের সরিয়ে এনেছি৷ তবে পরিস্থিতি এখনও উত্তপ্ত। আইডিয়াল কলেজের শিক্ষকরা তাদের ছাত্রদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র বলেন, কিছুক্ষণ আগে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন পরিবেশ শান্ত।

ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর এ টি এম মইনুল হোসেন বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছিল। আমি শিক্ষকদের পাঠিয়েছি। শিক্ষার্থীরা সরে এসেছে। এখন পরিস্থিতি শান্ত আছে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডান করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার তার কার্যালয় থেকে এ কথা বলা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী ইনস্ট্রগ্রামে তার করোনা পজিটিভের রিপোটটিও প্রকাশ করেন।

সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, তার মৃদু উপসর্গ রয়েছে। তিনি বাড়িতেই সাতদিন আইসোলেশনে থাকবেন।
তবে তার সঙ্গী ক্লার্ক গেফোর্ড করোনায় আক্রান্ত হওয়ার পর মূলত রোববার থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন।

বিশ্বের যে কটি দেশ করোনা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে নিউজিল্যান্ড তার একটি। এর ফলে দেশটিতে করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই কম। উন্নত বিশ্বের মধ্যে নিউজিল্যান্ডে করোনায় সবচেয়ে কম লোক মারা গেছে। এ সংখ্যা ৮৯২।

তবে মার্চে বিধিনিষেধ শিথিলের পর দেশটিতে ওমিক্রন সংক্রমণ বেড়েছে। গত সপ্তাহে ৫০ হাজারেরও বেশি লোক সংক্রমিত হয়েছে।

গোপালগঞ্জে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৭

জেলার কাশিয়ানী উপজেলায় বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (১৪ মে) বেলা ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই সাত জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুতর আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

নিহত ব্যক্তিরা কে কোন পরিবহনের যাত্রী ও নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে রাজিব পরিবহনের একটি বাস ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। পথে খুলনা থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি মোটরসাইকেলও ঢুকে পড়ে।

দিল্লীর মুন্ডকায় ভয়াবহ অগ্নিকান্ড ২৭ জনের প্রাণহানি

ভারতে রাজধানী দিল্লীর উপকন্ঠে মুন্ডকা মেট্রো স্টেশনের কাছের একটি ভবনে বড়ো ধরনের অগ্নিকান্ডে অন্তত ২৭ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৪০ জন।

পুলিশ সূত্রে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার চারতলা ভবনটিতে আগুন লাগে। ওই ভবনে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

ভবনটি থেকে ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে পুলিশ জানায়, ভবনের প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত, যা সিসিটিভি ও রাউটার তৈরির কার্যালয়। কোম্পানীর মালিক হরিশ গোয়েল ও বরুন গোয়েলকে আটক করা হয়েছে। এছাড়া ভবনের মালিক মনিশ লাকরাকে চিহ্নিত করা হয়েছে।

ভবনটির উপরের তলায় এর মালিক বসবাস করেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগুনে প্রাণহানির এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। মোদি নিহত প্রত্যেকের জন্য এক লাখ এবং আহত প্রত্যেককে ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এছাড়া দিল্লীর মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীও হতাহতদের জন্য শোক ও সমবেদনা জানিয়েছেন।

আরব আমিরাতের প্রেসিডেন্টের ইন্তেকালে বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের ইন্তেকালে আজ শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের ইন্তেকালে আগামী ১৪ মে, শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে।’

এ উপলক্ষে আগামীকাল বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের রুহের মাগফেরাতের জন্য আগামী ১৪ মে বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।