যুবরা নিরাপদ পানি রক্ষায় কাজ করতে অঙ্গীকারাবদ্ধ
দেশে সম্প্রতি নিরাপদ পানির অভাবে ডাইরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এর প্রধান কারণ পানিতে কলেরার জীবানু (ই-কোলাই)। এর জন্য দায়ী অনিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা। নিরাপদ পানি সরবরাহ জন্য কতৃপক্ষের স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকলে সংকট কাটিয়ে ওটা সম্ভব নয়।
গত রবিবার ডরপ্ আয়োজিত পানি ও স্যানিটেশন সুবিধা প্রাপ্তিতে শুদ্ধাচার নিশ্চিতকরণে যুবদের অংশগ্রহণে এক কর্মশালায় বক্তারা এ কথা বলেন।
ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক এর সাউথ এসিয়ান কোর্ডিনেটর বিনায়ক দাস বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক শুদ্ধাচার নিশ্চিতকরণের মাধ্যমে সকলের জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চত সম্ভব।
এছাড়া ডরপ্ এর গবেষনা পরিচালক যোবায়ের হাসান বলেন শুদ্ধাচার চর্চার মাধ্যমেই নিরাপদ পানি এবং স্যানিটেশন অধিকার নিশ্চিত হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা, অংশগ্রহন এবং অন্তভূক্তিকরণ এই ৪ টা পিলারের মাধ্যমে টেকসই নিরাপদ পানি প্রাপ্যতা নিশ্চিত করা সম্ভব বলে তিনি মনে করেন।
প্রায় ১০ জন যুব সমাজের প্রতিনিধিরা এই আয়োজনে উপস্থিত থেকে শুদ্ধাচারের মাধ্যমে নিরাপদ পানি এবং স্যানিটশন নিশ্চিত করার লক্ষে একটি কম পরিকল্পনা করেন।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *