বিজ্ঞাপনে জুটি বাঁধলেন জয় ও দীপা খন্দকার

ঈদ উপলক্ষে গেলো ১৬ জুন কলকাতায় মুক্তি পেয়েছে দীপা খন্দকারের প্রথম চলচ্চিত্র ‘ভাইজান এলো রে’। এ ছবিতে তিনি অভিনয় করেছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের বোনের চরিত্রে। সাফটা চুক্তির আওতায় চলতি মাসেই বাংলাদেশে মুক্তি পাবে ছবিটি।

নতুন খবর হলো, গতকাল ৩০ জুন রাজধানীর তেজগাঁওয়ে কোক স্টুডিওতে ডেকো অরোমা অরেঞ্জ বিস্কুটের একটি বিজ্ঞাপনে অংশ নেন নব্বই দশকের নন্দিত টিভি অভিনেত্রী দীপা খন্দকার। বিজ্ঞাপনটিতে তিনি প্রথমবারের মত জুটি বাঁধলেন উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা জয় শাহরিয়ারের সঙ্গে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মেহেদি হাসিব।

 

ঈদ উপলক্ষে গেলো ১৬ জুন কলকাতায় মুক্তি পেয়েছে দীপা খন্দকারের প্রথম চলচ্চিত্র ‘ভাইজান এলো রে’। এ ছবিতে তিনি অভিনয় করেছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের বোনের চরিত্রে। সাফটা চুক্তির আওতায় চলতি মাসেই বাংলাদেশে মুক্তি পাবে ছবিটি।

নতুন খবর হলো, গতকাল ৩০ জুন রাজধানীর তেজগাঁওয়ে কোক স্টুডিওতে ডেকো অরোমা অরেঞ্জ বিস্কুটের একটি বিজ্ঞাপনে অংশ নেন নব্বই দশকের নন্দিত টিভি অভিনেত্রী দীপা খন্দকার। বিজ্ঞাপনটিতে তিনি প্রথমবারের মত জুটি বাঁধলেন উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা জয় শাহরিয়ারের সঙ্গে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মেহেদি হাসিব।

৬০ বছরের টগবগে তরুণ মীর বরকত

মীর বরকত ষাট বছরের প্রাজ্ঞ এক টগবগে তরুণে পরিণত হয়েছেন আজ। তিনি একাধারে একজন সফল আবৃত্তি ও নাট্যনির্দেশক, সুঅভিনেতা ও আবৃত্তিশিল্পী, একজন দক্ষ সংগঠক ও প্রশিক্ষক। সর্বোপরি একজন সার্বক্ষণিক সাংস্কৃতিক কর্মী। শনিবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘শুভ ষষ্টি মীর বরকত’ শিরোনামে জন্মোৎসবের আয়োজন করে কণ্ঠশীলন।

অনুষ্ঠানের শুরুতে কণ্ঠশীলন অধ্যক্ষ মীর বরকতকে নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তথ্যচিত্রে সংস্কৃতিঅঙ্গনের বিশিষ্টজন মীর বরকতকে নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন। এছাড়াও তিনি একক কণ্ঠে আবৃত্তিও পরিবেশন করেন। তার আবৃত্তি নিশ্চয়ই নতুন প্রজন্মের আবৃত্তিকর্মীদের পথচলার সঠিক নির্দেশনা দিতে সক্ষম হবে।

 

মীর বরকত ষাট বছরের প্রাজ্ঞ এক টগবগে তরুণে পরিণত হয়েছেন আজ। তিনি একাধারে একজন সফল আবৃত্তি ও নাট্যনির্দেশক, সুঅভিনেতা ও আবৃত্তিশিল্পী, একজন দক্ষ সংগঠক ও প্রশিক্ষক। সর্বোপরি একজন সার্বক্ষণিক সাংস্কৃতিক কর্মী। শনিবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘শুভ ষষ্টি মীর বরকত’ শিরোনামে জন্মোৎসবের আয়োজন করে কণ্ঠশীলন।

অনুষ্ঠানের শুরুতে কণ্ঠশীলন অধ্যক্ষ মীর বরকতকে নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তথ্যচিত্রে সংস্কৃতিঅঙ্গনের বিশিষ্টজন মীর বরকতকে নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন। এছাড়াও তিনি একক কণ্ঠে আবৃত্তিও পরিবেশন করেন। তার আবৃত্তি নিশ্চয়ই নতুন প্রজন্মের আবৃত্তিকর্মীদের পথচলার সঠিক নির্দেশনা দিতে সক্ষম হবে।