দীর্ঘদিনের জল্পনা-কল্পনা আর অস্বীকারের পালা শেষ। অবশেষে গুঞ্জনকেই সত্য প্রমাণ করে বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমান। আজ বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত সপ্তাহখানেক ধরেই বিয়ের পরিকল্পনা চলছিল। মিডিয়ার আড়ালে একান্ত ঘরোয়া পরিবেশে আমিনবাজারের ওই রিসোর্টে বিয়ের আয়োজন করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতি নিজেরাই সুখবরটি প্রকাশ্যে আনবেন বলে ধারণা করা হচ্ছে।
গত কয়েক বছর ধরেই শোবিজ অঙ্গনে রাফসান ও জেফারের প্রেম নিয়ে জোর চর্চা ছিল। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়া এবং বিশেষ করে ২০২৪ সালের নভেম্বরে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে তাদের একান্ত সময় কাটানোর ছবি ভাইরাল হওয়ার পর সেই গুঞ্জন জোরালো হয়। যদিও সে সময় তারা দুজনই সম্পর্কের বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন এবং একে অপরকে ‘শুধুই ভালো বন্ধু’ বলে দাবি করেছিলেন।
ব্যাংককের ছবি ভাইরাল হওয়ার পর জেফার সংবাদমাধ্যমকে বলেছিলেন, “রাফসান শুধুই আমার বন্ধু ও সহকর্মী। প্রেমের সম্পর্কের যে কথা উঠছে, এটা ভিত্তিহীন। আমার সঙ্গে রাফসানের সম্পর্ক হওয়ার কোনো সুযোগ নেই।” অন্যদিকে রাফসানও সোশ্যাল মিডিয়ায় নিজের চেহারা নিয়ে ট্রল এবং জেফারের সঙ্গে সম্পর্কের বিষয়টিকে হাস্যরসাত্মকভাবে এড়িয়ে গিয়েছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের শেষ দিকে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন রাফসান সাবাব। সে সময় রাফসান একে ‘সম্মানজনক সমাধান’ বললেও তার সাবেক স্ত্রী এশা জানিয়েছিলেন, তিনি বিচ্ছেদ চাননি। ওই বিচ্ছেদের পরই মূলত জেফারের সঙ্গে রাফসানের সম্পর্কের গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে, যা আজ পরিণয়ে রূপ নিচ্ছে।