জেলে থাকা অবস্থায় স্ত্রীকে বিয়ে করায় বন্ধুকে খুন, পুলিশের হাতে গ্রেফতার খুনী

স্ত্রীকে ভাগিয়ে নিয়ে গিয়ে বিয়ে করায় বন্ধু রাকিব হোসেনকে খুন করার অভিযোগে রাসেল নামে একজনকে গ্রেফতার করেছে সিআইডি।

আজ মঙ্গলবার (১০ জুন) দুপুরে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

তিনি জানান- রাসেলের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, খুন ও অস্ত্র আইনে ১৩টি মামলা রয়েছে। জেলে থাকা অবস্থায় রাসেলকে ডিভোর্স দিয়ে তার স্ত্রী বিয়ে করেন রাকিবকে। রাসেল ৩১ মে জামিনে মুক্তি পায়। জেলহাজত থেকে বের হবার পরই রাসেল রাকিবকে খোঁজ করতে থাকে। পরে, ১ তারিখ কৌশলে সান্তাহার রেলওয়ে থানাধীন রেলস্টেশনের তিন নাম্বার প্লাটফর্মে ডেকে রাকিবকে ছুরিকাঘাত করে ক্ষুদ্ধ রাসেল। রাকিবকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পরে, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করে সিআইডির টিম। তাকে নাটোরে পাঠিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে সিআইডি।

সূত্র: যমুনা টিভি

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *