মহানবিকে কটূক্তি : ভারতীয় পণ্য অপসারণ, মুসলিম বিশ্বের নিন্দা

মহানবি হজরত মোহাম্মদকে (স.) নিয়ে বিজেপির এক কর্মকর্তার কটূক্তির জেরে কুয়েতে সুপারমার্কেট থেকে সব ভারতীয় পণ্য অপসারণ করা হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান।

সোমবার আল-আরদিয়া কো-অপারেটিভ সোসাইটি সুপারশপের কর্মীরা কটূক্তির প্রতিবাদে ভারতীয় চা এবং অন্যান্য পণ্যগুলো সরিয়ে ফেলে।

সৌদি আরব, কাতার এবং এই অঞ্চলের অন্যান্য দেশগুলোসহ কায়রোর প্রভাবশালী আল-আজহার বিশ্ববিদ্যালয় বিজেপির একজন মুখপাত্রের বিতর্কিত মন্তব্যের নিন্দা জানিয়েছে।
যদিও ইতোমধ্যে তাকে বরখাস্ত করা হয়েছে।

কুয়েত শহরে সুপার মার্কেটের বাইরে চালের বস্তা ফেলে রাখা হয় এবং মশলা ও মরিচের তাকগুলো প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া হয়।
এগুলোর ওপরে আরবিতে লেখা- ‘আমরা ভারতীয় পণ্য সরিয়ে দিয়েছি’।

দোকানের সিইও নাসের আল-মুতাইরি এএফপিকে বলেন, আমরা কুয়েতের মুসলিম জনগণ হিসেবে মহানবীকে অবমাননা মেনে নেব না।

ভারতীয় জনতা পার্টির মুখপাত্র নুপুর শর্মার মন্তব্য মুসলমানদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।
গত সপ্তাহে একটি টেলিভিশন বিতর্কে করা নুপুর শর্মার মন্তব্যকে উত্তরপ্রদেশে সংঘর্ষের জন্য দায়ী করা হয় এবং তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। তার মন্তব্যে মুসলিম দেশগুলোতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

রোববার (৫ জুন) নুপুর শর্মাকে ‘দলের অবস্থানের বিপরীতে মতামত’ প্রকাশের জন্য বরখাস্ত করেছে বিজেপি এবং দলটি জানায় তারা ‘সব ধর্মকে সম্মান করে’।

নুপুর শর্মা টুইটারে বলেন, মহানবি (স.) সম্পর্কে তার মন্তব্যগুলো তাদের দেবতা শিবের বিরুদ্ধে করা ‘অপমানসূচক’ বক্তব্যের প্রতিক্রিয়া ছিল।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *