রাজধানীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিম। গ্রেফতারকৃতের নাম- চন্দ্র শেখর হালদার মিল্টন।
গোয়েন্দা তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহাদাত হোসেন সুমা গণমাধ্যমকে বলেন , গত ১৩ মে ২০২২ বিকাল ০৩:০০ থেকে ০৪:০০টা পর্যন্ত ইডেন মহিলা কলেজ কেন্দ্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদের নিয়োগ পরীক্ষা এমসিকিউ পরীক্ষা চলছিল। সময় একজন পরীক্ষার্থী প্রবেশ পত্রের পিছনে লেখা উত্তর দেখে উত্তরপত্র পূরণ করছিল। তখন ডিউটিরত পরীক্ষকের বিষয়টি সন্দেহ হলে পরীক্ষার্থীর নিকট থাকা ০২ টি প্রবেশ পত্র তিনি যাচাই করেন। ্ সময় তিনি দেখেন প্রবেশ পত্রের পিছনে উত্তর ছোট ছোট করে লেখা আছে। তখন ডিউটিরত শিক্ষার্থী মোঃ সুমন জমাদ্দারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমনের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার (১৬ মে ২০২২) রাত ১১:১০টায় ওয়ারী থানার অভয়দাস লেন এলাকা থেকে প্রশ্ন ও উত্তরপত্র ফাঁস চক্রের গটনায় জড়িত মোঃ সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন ও সাইকুলকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply