মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা জালিয়াতি আরও ১গ্রেফতার

রাজধানীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিম। গ্রেফতারকৃতের নাম- চন্দ্র শেখর হালদার মিল্টন।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহাদাত হোসেন সুমা গণমাধ্যমকে বলেন , গত ১৩ মে ২০২২ বিকাল ০৩:০০ থেকে ০৪:০০টা পর্যন্ত ইডেন মহিলা কলেজ কেন্দ্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদের নিয়োগ পরীক্ষা এমসিকিউ পরীক্ষা চলছিল। সময় একজন পরীক্ষার্থী প্রবেশ পত্রের পিছনে লেখা উত্তর দেখে উত্তরপত্র পূরণ করছিল। তখন ডিউটিরত পরীক্ষকের বিষয়টি সন্দেহ হলে পরীক্ষার্থীর নিকট থাকা ০২ টি প্রবেশ পত্র তিনি যাচাই করেন। ্ সময় তিনি দেখেন প্রবেশ পত্রের পিছনে উত্তর ছোট ছোট করে লেখা আছে। তখন ডিউটিরত শিক্ষার্থী মোঃ সুমন জমাদ্দারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমনের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার (১৬ মে ২০২২) রাত ১১:১০টায় ওয়ারী থানার অভয়দাস লেন এলাকা থেকে প্রশ্ন ও উত্তরপত্র ফাঁস চক্রের গটনায় জড়িত মোঃ সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন ও সাইকুলকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রুটিন চূড়ান্ত হলে ১৩ দিনে শেষ হবে এসএসসি

শিক্ষা ডেস্ক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচী প্রস্তুত করেছেন আন্তঃ-শিক্ষা বোর্ড। এই সময়সূচী শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আন্তঃ-শিক্ষা বোর্ড জানিয়েছে, সময়সূচীতে ১৩ দিনের মধ্যে পরীক্ষা শেষ করার প্রস্তাব করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ১ অক্টোবর লিখিত পরীক্ষা শেষ করার প্রস্তাব করা হয়। পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বোর্ডের কর্মকর্তারা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে গ্যাপ কমিয়ে স্বল্প সময়ে পরীক্ষা শেষ করতে সূচি তৈরি করা হয়েছে। এখন মন্ত্রণালয় অনুমোদন দিলেই চূড়ান্ত হবে।

সাধারণ ফেব্রুয়ারির শুরুর দিকে এসএসসি এবং এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়া হতো। তবে এ বছর করোনার কারণে প্রথম দফা এবং বন্যার কারণে দ্বিতীয় দফা এই দুই পাবলিক পরীক্ষা পিছিয়ে যায়। গত ১৯ জুন থেকে এসএসসি শুরু হওয়ার কথা ছিল ।

 নোয়াখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা
নোয়াখালী প্রতিনিধি   : নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাজেরা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শ্বশুর বাড়ির লোকজন এটিকে স্ট্রোক অথবা বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু দাবি করলেও হাজেরার স্বজনরা বলছে এটি পরিকল্পিত হত্যাকান্ড।
নিহত হাজেরা খাতুন উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আব্দুল ছালা মিয়ার বাড়ির মাহফুজুল হক মানিকের স্ত্রী এবং কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়রে ৬নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাদিয়া গ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকের মেয়ে।
মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে,গতকাল  সোমবার সকাল ৯টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আব্দুল ছালা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পরে বিকাল ৪টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম রাজা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহতের স্বামী স্থানীয় নুরানী ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার দারোয়ান। গত ১৩-১৪ বছর পূর্বে তারা দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র ছেলে হেফজ খানায় পড়ে। ঈদের পরে সে মাদ্রাসায় চলে যায়। গত শনিবার বিকেলে নিহেতর স্বামী মাদ্রাসায় ডিউটি করার জন্য চলে যায়। এরপর থেকে গৃহবধূ হাজেরা খাতুন ঘরে একা ছিল। সোমবার সকাল ১০টার দিকে নিহতের স্বামী মুঠোফোনে খবর পান তার স্ত্রী মারা গেছে। এমন খবরে তিনি তার বসতঘরের সামনে এসে দেখেন লোকজন জড়ো হয়ে আছে। তার স্ত্রী বসতঘরের দরজার উপর মৃত অবস্থায় পড়ে আছে। তখন উপস্থিত লোকজনের মধ্যে কেউ কেউ বলাবলি করে। তার স্ত্রী স্ট্রোক অথবা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। নিহতের স্বামী মানিক তার পাশের ঘরের লোকজনকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে তারা জানায় সকাল ৯টার দিকে তাকে বসতঘরের দরজার উপর পড়ে থাকতে দেখে।
নিহতের ভাই ইসমাইল ও ইব্রাহিম অভিযোগ করে বলেন, শ্বশুর বাড়ির লোকজন তার বোনের লাশ তড়িঘড়ি করে দাফনের চেষ্টা করে। তাদের বাধার মুখে দাফন করতে পারেনি। এরপর তারা মরদেহ তার স্বামীর বাড়ি থেকে তাদের কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনাদিয়া গ্রামে নিয়ে যান। সেখানে তার শরীরে অনেক আঘাতের চিহৃ দেখে স্থানীয় চেয়ারম্যান বিষয়টি কোম্পানীগঞ্জ থানাকে অবহিত করে।
 অভিযোগ করে তারা দুই ভাই আরো বলেন, নিহত হাজেরার দেবর মিলন, তার স্ত্রী লাকী আক্তার ও তার ছেলে তারেক আমার বোনকে পিটিয়ে হত্যা করে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহৃ রয়েছে বলেও তারা দাবি করেন। এর আগেও একাধিকবার তারা আমাদের বোনকে মারধর করে।  সর্বশেষ ঈদুল আজহার আগেও তাদের বোনকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন।
নিহতের স্বামী মাহফুজুল হক মানিক অভিযোগ করে বলেন, এর আগে আমার সাথে একাধিকবার আমার ছোট ভাই মিলনের সঙ্গে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে মারামারি হয়। এরপর সে আমার স্ত্রীকে হুমকি দেয় এখানে তাকে থাকতে দিবে না।
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার নিহতের দেবর মিলনের ফোনে কল করা হলেও তাকে পাওয়া যায় নি।
এসআই রাজা আরো জানায়, মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো গবে। ময়নাতদন্তের প্রতিবেদন ফেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
টানা দ্বিতীয়বার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের মিশনে ভারত

প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। এবার ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের মিশনে টিম ইন্ডিয়া। শেষ ওয়ানডে জিতলেই টানা দ্বিতীয়বারের মত ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করবে ভারত। হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের শেষ ওয়ানডে জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ।
আগামীকাল পোর্ট অব স্পেনে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে শুরু হবে।
এই একই মাঠে সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো। প্রথম ওয়ানডেতে ৩০৮ রান করেও জয়ের জন্য ঘাম ঝড়াতে হয়েছে ভারতকে। মাত্র ৩ রানের জয় পায় টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ করে ৬ উইকেটে ৩০৫ রান।
প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে সফল ছিলো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। তাই এ ম্যাচেও তিন শতাধিক রান তুলে ক্যারিবীয়রা। অথচ গত সিরিজেই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবীয় ব্যাটারদের ব্যর্থতায় মাত্র  ১৪৯, ১০৮ ও ১৭৮ রান করতে সংগৃহীত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ৩১১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। নিজের শততম ম্যাচে সেঞ্চুরির দেখা পান ওপেনার শাই হোপ। ১১৫ রান করেন হোপ। ৩১২ রানের টার্গেট স্পর্শ করতে হিমশিম খায় ভারত। তারপরও শেষদিকে অক্ষর প্যাটেলের ঝড়ে মাত্র ২ উইকেটে হার মানে ওয়েস্ট ইন্ডিজ। ৩৫ বলে অনবদ্য ৬৪ রানের উড়ন্ত ইনিংস খেলেন প্যাটেল। পোর্ট অব স্পেনের এই ভেন্যুতে ৩শ রান তাড়া করে কোন দলই ম্যাচ জিততে পারেনি। কিন্তু প্যাটেলের ব্যাটিংয়ে এই ভেন্যুতে রেকর্ড গড়ে ভারত।
সিরিজ জয়ে খুশি হলেও বোলারদের পারফরমেন্স মন ভরাতে পারেনি ভারত অধিনায়ক শিখর ধাওয়ানের। শেষ ম্যাচে বোলাররা জ¦লে উঠবে বলে আশাবাদী তিনি। সেই সাথে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যের কথা জানালেন ধাওয়ান, ‘প্রথম দুই ম্যাচে বোলাররা ভালো করতে পারেনি। আশা করি শেষ ম্যাচে নিজেদের সেরাটা দিবে তারা। ব্যাটারদের সাথে বোলাররা জ¦লে উঠলে ওয়েস্ট ইন্ডিজকে আরও একবার হোয়াইটওয়াশ করতে পারবো আমরা।’
বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ হবার পর হতাশায় মুষড়ে পড়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। তবে ভারতের বিপক্ষে ভালো করতে মুখিয়ে ছিলো তারা। কিন্তু সিরিজ হারে আরও একবার হতাশায় পড়তে হলো ক্যারিবীয়দের। তবে শেষ ম্যাচে জয় পেতে চায় তারা। হোপ বলেন, ‘প্রথম দুই ম্যাচে যেভাবে হেরেছি, তা হতাশার। তবে আমরা হাল ছাড়ছি না। জয় দিয়ে ভারতের বিপক্ষে সিরিজ শেষ করতে চাই।’
গত ফেব্রুয়ারিতেই ভারতের মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। ২০০৬ সালে সর্বশেষ ভারতের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১২টি দ্বিপাক্ষীক সিরিজ খেলে সবগুলোতে জিতেছে ভারত। বিশ^ ক্রিকেটে একটি দেশের বিপক্ষে টানা সিরিজ জয়ের বিশ^ রেকর্ডে চিরপ্রতিন্দ্বন্দ্বী পাকিস্তানকে পেছনে ফেলে ভারত। জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১১টি ওয়ানডে সিরিজ জিতেছিলো পাকিস্তান।

বিমানের বর্জ্যে কোটি টাকার স্বর্ণ

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বর্জ্যে ১ কেজি ১৬ গ্রাম ওজনের প্রায় কোটি টাকার মূল্যের স্বর্ণ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৮টায় কাতারের দোহা থেকে আসা বিমানের ফ্লাইটটির ট্রলি স্ক্যান করে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ পাওয়া যায়।

এয়ারপোর্ট কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ১ কেজি ১৬ গ্রাম ওজনের স্বর্ণের মোট ১০টি বার পাওয়া গেছে। যার মূল্য আনুমানিক ১ কোটি টাকা।

বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হবে।

তিনি জানান, বিমানের ফ্লাইটটিতে স্বর্ণের চালান আসছে বলে আমাদের কাছে তথ্য ছিল। এতে সতর্ক অবস্থান নেয় কাস্টমস। কিন্তু ফ্লাইট আসার পর স্বর্ণ মিলছিল না। যাত্রীরা বের হয়ে গেলেও সোনা না মেলায় সন্দেহ জাগে কর্মকর্তাদের মনে।

পরে আবর্জনার ট্রলি স্ক্যান করে স্বর্ণের ১০টি বার পাওয়া যায় বলেও তিনি জানান।