সম্প্রতি স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এ প্রদর্শিত হয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। এই ছবিটি দিয়ে স্পেনের এ উৎসবে তিনি জিতে নিয়েছেন সেরা চলচ্চিত্র ও সেরা অভিনয়শিল্পীর পুরস্কার। পুরস্কার পেয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। প্রতিক্রিয়া ব্যক্ত করে জানিয়েছেন,
গত ২ জুলাই আজমেরী হক বাঁধন তার ফেসবুক ওয়ালে ছবিগুলো পোস্ট করার পর থেকে শুরু হয় সমালোচনার কিন্তু একের পর এক লেগেই আছে থামছেনা যেন সমালোচনার ঝড়। নোংরা ভাষায় তাকে আক্রমণ করেন অনেকেই। কেউ কেউ হাহা রিয়েক্ট দিয়ে নিজের অপছন্দ বুঝিয়ে দিচ্ছেন। তবে কেউ কেউ আবার প্রশংসা ও শুভেচ্ছা জানিয়েছেন।
ফেরার কথা ছিল ৩ জুলাই। কিন্তু উৎসব কর্তৃপক্ষ আমন্ত্রণে সময়টা বাড়াতে হয়েছে। সবকিছু ঠিক থাকলে ৬ জুন ফিরব।’
Leave a Reply