পূর্ণাঙ্গ সম্প্রচারে গ্লোবাল টেলিভিশন

‘বিশ্বময় প্রতিদিন’ এই স্লোগানকে সামনে রেখে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল হিসেবে পূর্ণাঙ্গ সম্প্রচারে এলো গ্লোবাল টেলিভিশন। আজ বৃহস্পতিবার (৩০ জুন) বিকাল চারটায় গ্লোব মাল্টিমিডিয়া লিমিটেড ও গ্লোব ফার্মা গ্রুপ গ্রুপের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ গ্লোবাল টেলিভিশনের বাণিজ্যিক সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওস্থ অফিসে আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নোয়াখালীর চৌমুহনী পৌরসভার মেয়র মো. খালিদ সাইফুল্লাহ, ও গ্লোব মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হোসেন ও সিইও সৈয়দ ইশতিয়াক রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

গ্লোব মাল্টিমিডিয়া লিমিটেড ও গ্লোব ফার্মা গ্রুপ গ্রুপের চেয়ারম্যান মো. হরুনুর রশিদ গ্লোবালটিভি.কমকে বলেন, গ্লোবাল টিভি মাটি ও মানুষের কথা বলবে। গ্লোবাল টিভি মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের কথা বলবে।  গ্লোবাল টিভি সুন্দর ও রুচিশীল অনুষ্ঠান উপহার দেবে।  আশা করি, সম্মানিত দর্শকরা আমাদের সাথে থাকবেন এবং সহযোগিতা করবেন।

গোপালগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

জেলায় ক্ষমা বিশ্বাস হত্যা মামলায় অজিত বাগচী নামের একজনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেনে আদালত। সেই সাথে তাকে ১লাখ টাকা জরিমানাও করা হয়েছে। গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো: আব্বাস উদ্দীন বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী পলাতক রয়েছে। মামলার অপর আসামীকে খালাস দেয়া হয়েছে। মামলা সূত্রে জানাগেছে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খোর্দ্দ দূর্বাশুর গ্রামের রমেশ বাগচীর ছেলে দন্ডপ্রাপ্ত আসামী অজিত বাগচী নিহত ক্ষমা বিশ্বাসের মেয়ে তপু বিশ্বাসকে বিয়ে করার জন্য ঘটনার এক বছর আগে প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ওই পরিবারকে হুমকি দিয়ে আসছিল আসামীরা।

২০১৩ সালের ১৩ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে পূজার অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন ক্ষমা বিশ্বাস, মেয়ে তপু বিশ্বাস, ছেলে অপু বিশ্বাস ও বোন স্বপ্না। পথিমধ্যে তপুকে জোর করে ছিনিয়ে নেওয়ার সময় মা ক্ষমা বিশ্বাস বাধা দিলে অজিত বাগচী তার বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় ছেলে অপু বিশ্বাসও আহত হন।
এ ঘটনায় পরের দিন মুকসুদপুর থানায় দু’জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ সাক্ষ্যপ্রমান শেষে বিচারক এই রায় প্রদান করেন।

সরকার পক্ষে এপিপি শহিদুজ্জামান খান এবং আসামী পক্ষে ফজলুল হক খান মামলাটি পরিচালনা করেন।

পদ্মা সেতুর নাট খোলা আরেক যুবক গ্রেপ্তার

পদ্মা সেতুর নাট খোলার অভিযোগে মাহদি হাসান নামে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে আরেক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।

কর্মী সংকট: যুক্তরাষ্ট্রে একদিনে ৬ শতাধিক ফ্লাইট বাতিল

নিউ ইয়র্ক : কর্মী সংকটের কারনে যুক্তরাষ্ট্রে একদিনে ৬৬৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার(২৮ জুন) ফ্লাইট বাতিলের ফলে কয়েক হাজার যাত্রী দুর্ভোগে পড়বেন। এয়ারলাইন ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ার-এর তথ্য অনুসারে, মঙ্গলবার দেশটিতে ৬৬৯টি ফ্লাইট বাতিল হয়েছে। যাত্রীদের দুর্ভোগ এখানেই শেষ হয়নি। ছয় শতাধিক ফ্লাইট বাতিল ছাড়াও বিলম্বিত হয়েছে অন্তত ৪৩২টি ফ্লাইট। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

ডেল্টা এয়ারলাইন্স বাতিল করেছে ১৯২টি ফ্লাইট এবং বিলম্বিত হয়েছে ৮০টি। ইউনাইটেড এয়ারলাইন্স বাতিল করেছে ১১৩টি ফ্লাইট এবং বিলম্বিত তালিকাভুক্ত রয়েছে ৪৩টি। আমেরিকান এয়ারলাইন্স বাতিল করেছে ৫১টি এবং বিলম্বিত ৭২টি ফ্লাই।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল খাত গ্রীষ্মের শুরু থেকে বিভিন্ন সমস্যায় পড়েছে। বিশেষ করে কর্মী স্বল্পতার কারণে কার্যক্রম চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলো।

মহামারিতে বিমান যাতায়াত কমে আসার কারণে বিভিন্ন কোম্পানি অনেক কর্মী ছাঁটাই করেছিল। কিন্তু এখন চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মী স্বল্পতায় ভুগতে শুরু করেছে এয়ারলাইন্সগুলো।

নিউ ইয়র্ক টাইমস-এর ভ্রমণ সম্পাদক অ্যামি ভিরশাপ বলেছেন, সবচেয়ে বড় ইস্যু হলো কোম্পানিগুলোর সামর্থ নেই। পাইলট, টিএসএ, চেকপয়েন্ট, এয়ারপোর্টের ভেন্ডর, ব্যাগেজ হ্যান্ডলার, গ্রাউন্ড স্টাফ বা ফ্লাইট অ্যাটেন্টডেন্টস-এর সংখ্যা প্রয়োজন অনুসারে বাড়াতে পারেনি। কর্মী নিয়োগেও তারা জটিলতায় পড়ছে।

আসন্ন ৪ জুলাইয়ের ছুটির দিনে ফ্লাইট জটিলতা আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন পরিবহনমন্ত্রী পিট বুটিগিয়েগ এয়ারলাইন্সগুলোকে আরও কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন।

ইউক্রেনকে আরো ১৩০ কোটি মার্কিন ডলার দিল যুক্তরাষ্ট্র

মার্কিন রাজস্ব বিভাগ বুধবার ইউক্রেনকে ১৩০ কোটি ডলার আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা দিয়েছে। এ সহায়তা গত মে মাসে বাইডেন প্রশাসনের কিয়েভকে দেয়া সাড়ে ৭শ’ কোটি ডলারের প্রাথমিক প্রতিশ্রুতির অংশ। খবর এএফপি’র।
এক বিবৃতিতে রাজস্ব মন্ত্রী জানেট ইলেন বলেন, ‘এই আর্থিক সহায়তা সরবরাহ করে আমরা ইউক্রেনের জনগণকে দেয়া আমাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনঃনিশ্চিত করছি। আর এ অর্থ দিয়ে তারা পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং তাদের অর্থনীতির গতিশীলতা বহাল রাখতে কাজ করবে।’

বিশ্ব ব্যাংকের মাধ্যমে এ অর্থ ছাড় করা হবে। এ অর্থ গত মে’তে প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত সাড়ে ৭শ’ কোটি মার্কিন ডলার সাহায্য প্যাকেজের একটি অংশ।

যুদ্ধের কারণে ইউক্রেনে বর্তমানে বাজেট ঘাটতি চলছে। আর প্রতি মাসে এ ঘাটতি ৫শ’ কোটি ডলার বৃদ্ধি পাচ্ছে। এতে তহবিল সংগ্রহের ক্ষমতা হ্রাস পাচ্ছে বা দেশের বাইরের বাজারে অর্থায়নের সুযোগ কমে আসছে।
ওয়াশিংটন ইউক্রেনের জরুরি ব্যয় নির্বাহে সহায়তা করতে গত এপ্রিল ও মে মাসে বিশ্ব ব্যাংকের মাধ্যমে দুই কিস্তিতে ৫শ’ কোটি ডলার ইতোমধ্যে ছাড় করেছে।

এছাড়া যুক্তরাষ্ট্র রাশিয়ার আগ্রাসনের পর থেকে এ পর্যন্ত ৬শ’ কোটি ডলারের বেশি মূল্যের সামরিক সরঞ্জামাদি সরবরাহ করেছে।

নরসিংদীতে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

নরসিংদীঃ রায়পুরা উপজেলায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে দুই পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে উপজেলার মাহমুদাবাদ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও এক পথচারী গুরুতর আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট অভিমুখী একটি কাভার্ড ভ্যান রায়পুরার মাহমুদাবাদ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে চলে যায়। এ সময় ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত এবং একজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।

সংসদে অর্থ বিল ২০২২ পাস

জাতীয় সংসদে আজ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল ২০২২ পাস করা হয়েছে। অর্থমন্ত্রী  আ হ ম মুস্তফা কামাল বিলটি পাসের প্রস্তাব করেন।

বিলে ২০২২ সালের ১ জুলাই থেকে শুরু অর্থ বছরের জন্য আর্থিক বিধান, বিদ্যমান কতিপয় আইন সংশোধনসহ কর প্রস্তাবসমূহ অনুমোদন করা হয়েছে।

বিল পাসের প্রক্রিয়ায় সরকারি দলের শহীদুজ্জামান সরকার, অসীম কুমার উকিল,  হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, মশিউর রহমান রাঙা, শামীম হায়দার পাটোয়ারী, রওশন আরা মান্নান, বিএনপির হারুনুর রশীদ, রুমীন ফারহানা এবং গণফোরামের মোকাব্বির খান বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে বিলের সংশোধনী তালিকার  ২ক ও ২খ এর  ১৭টি সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।