1. admin@dhakareport.com : Dhakareport.Online :
  2. rajibdlm@gmail.com : Rasel Ahammed Razib : Rasel Ahammed Razib
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৩:৪৭ অপরাহ্ন

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতে সেনাবাহিনী চারটি ক্যাম্প স্থাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৯১ Time View

বন্যার কারণে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের জন্য সিলেটে সেনাবাহিনীর উদ্যোগে চারটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। সিলেট ও সুনামগঞ্জের চারটি ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতে কাজ শুরু করেন।

এদিকে এ দুই জেলার আরও তিন উপজেলায় নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে সেনাবাহিনী। এ নিয়ে এই দুই জেলার ২৩ উপজেলায় সেনা মোতায়েন করা হয়। এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৩১৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। সুরমা ও কুশিয়ারা নদীর পানি গতকাল মঙ্গলবারও ৪ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। বন্যার পানিতে শিশু ও এক বৃদ্ধ মারা যান। এছাড়া, প্রশাসন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ এখনও অব্যাহত আছে।

অধিক বৃষ্টিপাত ও বন্যার কারণে উভয় জেলার অধিকাংশ রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি অনুধাবন করে সেনাবাহিনী নিজ উদ্যোগে কয়েকটি রাস্তা সচল করার পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে ৪টি অস্থায়ী ক্যাম্প স্থাপনের মাধ্যমে দুই জেলার চারটি রাস্তা মেরামত করা হচ্ছে।

রাস্তাগুলো হচ্ছে- সিলেটের দরবস্ত-কানাইঘাট এবং সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর-তাহিরপুর, সুনামগঞ্জ সদর-জামালগঞ্জ ও সুনামগঞ্জ সদর-দিরাই রাস্তা। গত ২৭ জুন থেকে তারা রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *