জুলাই মাসের শেষে ৫ থেকে ১২ বছরের শিশুদের করোনা টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন ,করোনায় আর একটি মৃত্যুও কাম্য নয়।’
করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ার জারি করা হয়েছে ৬দপা নির্দেশনা। তবে , তবে স্বাস্থ্যবিধি মানাতে সরকার কঠোর হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মানাতে সরকার কঠোর হতে চায় না। কিন্তু , বাধ্য হলে কঠোর হবে।
দেশে ফের করোনা সংক্রমণ বাড়তে থাকায় কিছুটা চিন্তিত হলেও শঙ্কিত নন বলেও উল্লেখ করেন জাহিদ মালেক বলেন, আমাদের হাসপাতালের উন্নয়ন চলমান আছে। হাসপাতালে তেমন রোগী নেই। রোগী এলে চিকিৎসা দেওয়া পূর্ণ ব্যবস্থা আছে।
Leave a Reply