জুলাই থেকে শিশুদের করোনা টিকাদান শুরু : স্বাস্থ্যমন্ত্রী

জুলাই মাসের শেষে ৫ থেকে ১২ বছরের শিশুদের করোনা টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন ,করোনায় আর একটি মৃত্যুও কাম্য নয়।’

করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ার জারি করা হয়েছে ৬দপা নির্দেশনা। তবে , তবে স্বাস্থ্যবিধি মানাতে সরকার কঠোর হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মানাতে সরকার কঠোর হতে চায় না। কিন্তু , বাধ্য হলে কঠোর হবে।

দেশে ফের করোনা সংক্রমণ বাড়তে থাকায় কিছুটা চিন্তিত হলেও শঙ্কিত নন বলেও উল্লেখ করেন জাহিদ মালেক বলেন, আমাদের হাসপাতালের উন্নয়ন চলমান আছে। হাসপাতালে তেমন রোগী নেই। রোগী এলে চিকিৎসা দেওয়া পূর্ণ ব্যবস্থা আছে।

শিক্ষক উৎপলকে হত্যা লজ্জার-অপমানের : বাংলাদেশ ন্যাপ

সাভারের আশুলিয়ার হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার প্রতিবাদ জানিয়ে এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিষ্টার মশিউর রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, শিক্ষক উৎপলের হত্যাকান্ত বাংলাদেশের মানুষের জন্য লজ্জার, অপমানের।

বুধবার (২৯ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

তারা বলেন, হামলাকারী ছাত্রের বিরুদ্ধে উত্ত্যক্তের অভিযোগ দিয়েছিল এক ছাত্রী। হামলাকারী ছাত্র বিদ্যালয়ের সভাপতির আত্মীয়। এই হত্যায় জড়িত সবাইকেই শাস্তির আওতায় আনতে হবে। সামাজিক মূল্যবোধে এতটাই অবক্ষয় ঘটেছে যে, ২০২২ সালে আমরা সভ্যতার এমন একপর্যায়ে দাঁড়িয়েছি, যেখানে একজন ছাত্র তার শিক্ষককে পিটিয়ে মেরে ফেলতে পারছে। এঘটনাই প্রমান করছে সভ্যতার উন্নয়নের নিচে আমরা যে অন্ধকার লালন করছি।

নেতৃদ্বয় বলেন, যে শিক্ষার্থীকে শিক্ষকরা পড়ায়, আলোকিত করে, সেই শিক্ষার্থীর আঘাতে শিক্ষককে মৃত্যুবরণ করতে হবে, এর চেয়ে লজ্জার, দুঃখের, ঘৃণার, অপমানের আর কিছুই হতে পারে না। এ অপমান, এ লজ্জা শুধু উৎপলের নয়, শুধু শিক্ষক সমাজের নয়; এ অপমান, এ লজ্জা বাংলাদেশের সকল মানুষের।

তারা আরো বলেন, এ হত্যাকান্ড নিছক শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের ব্যাপার নয়। একে দেখতে হবে সমাজব্যবস্থার প্রগতির বাধা হিসেবে। একে দেখতে হবে, সমাজকে পিছিয়ে টেনে নেওয়ার নোংরা লক্ষণ হিসেবে। একজন অপরাধী, একজন খুনিকে ধরে শাস্তি দিলেই এই অপরাধের দায় থেকে মুক্তি পাওয়া যাবে না। এ ধরনের ঘটনা থেকে রেহাই পেতে সমাজের সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে শ্রদ্ধা-ভালোবাসার যে সংস্কৃতি, তাকে লালন করতে হবে। চর্চা করতে হবে। তা না হলে উৎপলের মতো ঘটনা আবার দেখা যাবে।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডজের

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য পৃথক-পৃথক দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
১৩ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডে ফেরানো হয়েছে ব্যাটার শামারাহ ব্রুকস, উইকেটরক্ষক-ব্যাটার ডেভন থমাস, অলরাউন্ডার কিমো পল, দুই পেসার আলজারি জোসেফ-ওবেড ম্যাককয়কে।
সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে খেলা সাত জনকে বাদ দিয়েছেন নির্বাচকরা। এদের মধ্যে অবসর নিয়েছেন সাবেক অধিনায়ক কাইরন পোলার্ড। বিশ্রামে আছেন জেসন হোল্ডার। বাদ পড়া অন্য পাঁচজন হলেন- ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, শেলডন কটরেল ও শাই হোপ।

আর ওয়ানডেতে বাদ পড়েছেন তিনজন। নতুন করে নেয়া হয়েছে একজনকে। এনক্রুমার বোনার, শারমন লুইস ও হেইডেন ওয়ালশ জুনিয়র। টি-টোয়েন্টি দলে না থাকলেও ওয়ানডেতে জায়গা করে নিয়েছেন গুদাকেশ মোতি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন তিনি। শুধুমাত্র অ্যান্টিগা টেস্ট খেলেছিলেন মোতি।

আগামী ২ জুলাই মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ ও ৭ জুলাই। টি-টোয়েন্টির পর ১০ জুলাই থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দু’দল। সিরিজের বাকী দুই ওয়ানডে হবে যথাক্রমে- ১৩ ও ১৬ জুলাই।

সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল : নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, শামাহ ব্রুকস, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, ওবেদ ম্যাককয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, ডেভন থমাস এবং হেইডেন ওয়ালশ জুনিয়র।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল : নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, শামাহ ব্রুকস, কেচি কার্টি, আকেল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুডাকেস মোতি, কিমো পল, এন্ডারসন ফিলিপ, রোভম্যান পাওয়েল ও জেইডেন সিলস।

বাবার কোলে শিশুকে গুলি করে হত্যা,আরেক আসামি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা ৩ বছরের শিশু তাসফিয়া ওরফে জান্নাত হত্যা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত মইফুল ইসলাম (২৯) উপজেলার ১১নং দূর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে।

বুধবার (২৯ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে একই দিন সকাল ৯টার দিকে উপজেলার হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি আরো জানান,গ্রেপ্তারকৃত মইফুল জান্নাত হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ছিল। এর আগে গ্রেপ্তারকৃত আসামিদের জবানবন্দীতে তার নাম উঠে আসে। এ ঘটনায় নিহতের স্বজনেরা জান্নাত হত্যাকান্ডে জড়িত মইফুলসহ তাঁর সাঙ্গসাঙ্গদের ফাঁসি চেয়ে মানববন্ধন করে।

উল্লেখ্য,গত ১৩ এপ্রিল বিকেল পৌনে ৪টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৪ নম্বর হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালেকার বাপের দোকান এলাকায় সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা ৩ বছর বয়সী ‍শিশু তাসফিয়া ওরফে জান্নাত নিহত হয়। এ ঘটনায় শিশুটির বাবা আবু জাহেরও (৩৭) গুলিবিদ্ধ হন। এ ঘটনার একদিন পর বৃহস্পতিবার বিকেলে নিহত শিশুর খালু হুমায়ুন কবির বাদী হয়ে রিমনকে (২৫) প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ ও কবির হাট উপজেলা থেকে ৪ জনকে গ্রেপ্তার করে। অন্যদিকে র‌্যাব ৫ জনকে গ্রেপ্তার করায় এ মামলায় মোট এখন পর্যন্ত ১০ জন গ্রেপ্তার হলো।

চট্টগ্রামে ৫৮ জন করোনা শনাক্ত

চট্টগ্রামে করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৫৮ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১১ দশমিক ১৩ শতাংশ। এ সময় কোনো রোগির মৃত্যু হয়নি।

চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্টে বলা হয়, এন্টিজেন টেস্ট ও নগরীর দশ ল্যাবে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ৫২১ জনের নমুনায় নতুন ৫৮ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের ৪৬ ও সাত উপজেলার ১২ জন। জেলায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৭ হাজার ১৩৬ জন। এর মধ্যে শহরের ৯২ হাজার ৫৫৬ ও গ্রামের ৩৪ হাজার ৫৮০ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে ৪ জন, ফটিকছড়ি ও রাউজানে ২ জন করে এবং রাঙ্গুনিয়া, সন্দ্বীপ, সাতকানিয়া ও আনোয়ারায় একজন করে রয়েছেন।
গতকাল করোনায় শহর ও গ্রামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। মৃতের সংখ্যা এখন ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবরেটরিতে গতকাল সবচেয়ে বেশি ১শ’ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে শহরের ২ জন জীবাণুবাহক পাওয়া যায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ৪৯ জনের নমুনার মধ্যে শহরের ১১ ও গ্রামের ৩ জন আক্রান্ত শনাক্ত হন। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএলে ৫টি নমুনায় শহরের ৩ টির পজিটিভ রেজাল্ট আসে। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ৪৯ জনের এন্টিজেন টেস্ট করা হয়। এতে গ্রামের ৫ জন সংক্রমিত বলে জানানো হয়।

বেসরকারি ল্যাবরেটরি ইম্পেরিয়াল হাসপাতালে ৬৪ জনের নমুনা পরীক্ষা করলে শহরের ৪ জনের শরীরে জীবাণুর অস্তিত্ব মিলেছে। শেভরনে ৫০ জনের নমুনায়ও শহরের ৪ জন আক্রান্ত শনাক্ত হয়। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৬ নমুনায় শহরের ৩টিতে ভাইরাস থাকার প্রমাণ মিলেছে। মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষা করে শহরের একজন করে শনাক্ত পাওয়া যায়। এপিক হেলথ কেয়ারে ৫০টি নমুনা পরীক্ষা করা হলে শহরের ৩ টিতে সংক্রমণ চিহ্নিত হয়। এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৯৩ টি নমুনায় শহরের একটি ও গ্রামের দুইটিতে জীবাণুর অস্তিত্ব ধরা পড়ে। এভারকেয়ার হসপিটাল ল্যাবরেটরিতে ২০ টি নমুনায় শহরের ৯ টিতে জীবাণুর সংক্রমণ শনাক্ত হয়।
এদিন ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, ল্যাব এইড ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি। কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবেও চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষার জন্য যায়নি।

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার নির্ণিত হয়, মেট্রোপলিটন হাসপাতালে ২ শতাংশ, চমেকহা’য় ২৮ দশমিক ৫৭, আরটিআরএলে ৬০, ইম্পেরিয়াল হাসপাতালে ৬ দশমিক ২৫, শেভরনে ৮, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১১ দশমিক ৫৪, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৬ দশমিক ৬৬, এপিক হেলথ কেয়ারে ২০, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ৩ দশমিক ২২, এভারকেয়ার হসপিটালে ৪৫ এবং এন্টিজেন টেস্টে ১১ দশমিক ১১ শতাংশ।

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতে সেনাবাহিনী চারটি ক্যাম্প স্থাপন

বন্যার কারণে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের জন্য সিলেটে সেনাবাহিনীর উদ্যোগে চারটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। সিলেট ও সুনামগঞ্জের চারটি ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতে কাজ শুরু করেন।

এদিকে এ দুই জেলার আরও তিন উপজেলায় নিজেদের কার্যক্রম বিস্তৃত করেছে সেনাবাহিনী। এ নিয়ে এই দুই জেলার ২৩ উপজেলায় সেনা মোতায়েন করা হয়। এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৩১৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। সুরমা ও কুশিয়ারা নদীর পানি গতকাল মঙ্গলবারও ৪ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। বন্যার পানিতে শিশু ও এক বৃদ্ধ মারা যান। এছাড়া, প্রশাসন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ এখনও অব্যাহত আছে।

অধিক বৃষ্টিপাত ও বন্যার কারণে উভয় জেলার অধিকাংশ রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি অনুধাবন করে সেনাবাহিনী নিজ উদ্যোগে কয়েকটি রাস্তা সচল করার পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে ৪টি অস্থায়ী ক্যাম্প স্থাপনের মাধ্যমে দুই জেলার চারটি রাস্তা মেরামত করা হচ্ছে।

রাস্তাগুলো হচ্ছে- সিলেটের দরবস্ত-কানাইঘাট এবং সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর-তাহিরপুর, সুনামগঞ্জ সদর-জামালগঞ্জ ও সুনামগঞ্জ সদর-দিরাই রাস্তা। গত ২৭ জুন থেকে তারা রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন।

কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের পাশে যুবকের মরদেহ

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার রানওয়ের পাশে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের পাশ থেকে একটি লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া যুবকের নাম রবিন হোসেন।
তিনি কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার মো. শহীদের ছেলে।
তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছেন পরিবারের লোকজন।

নিহতের ভাই ফজলে রাব্বি জানান, নিহত রবিন হোসেন মানসিক প্রতিবন্ধী। সোমবার বিকালে সবার অজান্তে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিল।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুল গিয়াস জানিয়েছেন, বিমানবন্দর এলাকায় পরিত্যক্ত অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকার কথা জানান স্থানীয়রা। পরে কক্সবাজার সদর থানার সাব-ইন্সপেক্টর ইফতেখার মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে নিয়ে যায়।

ঈদুল আজহা কবে, জানা যাবে বৃহস্পতিবার

ঢাকাঃ মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা কবে উদযাপিত হবে তা জানা যাবে বৃহস্পতিবার (৩০ জুন)। জিলহজ মাসের চাঁদ দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা বসবে। কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে। ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ জুলাই (রোববার-১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে ১ জুলাই শুক্রবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী শনিবার (২ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ উদযাপিত হবে ১১ জুলাই (সোমবার)।

ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়ে থাকে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

বাংলাদেশের জলসীমায় মাছ ধরায় ১৩৫ ভারতীয় আটক

বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় ৮টি ফিশিং ট্রলারসহ ১৩৫ ভারতীয় ক্রুকে আটক করেছে নৌবাহিনী।

মঙ্গলবার (২৮ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বঙ্গোপসাগরে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিনব্যাপী সব ধরনের সামুদ্রিক মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সরকারের এ নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে নৌবাহিনী। সোমবার নৌবাহিনীর এমপিএ পটুয়াখালী জেলার কুয়াকাটা সংলগ্ন রাবনাবাদ চ্যানেলের অদূরে পায়রা ফেয়ারওয়ে বয়া এলাকায় বিপুল সংখ্যক বিদেশি ফিশিং ট্রলারের অবস্থান শনাক্ত করা হয়। পরে গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনীর জাহাজ বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক জলসীমা থেকে ৩৬-৬০ নটিক্যাল মাইল অভ্যন্তরে ৮টি ভারতীয় ফিশিং ট্রলারকে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় ১৩৫ জন ভারতীয় ক্রুসহ আটক করে।

ক্রুসহ ফিশিং ট্রলারগুলোকে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাগেরহাট জেলার মোংলা থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কে সেতু ও ফ্লাইওভার নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও মৌলভীবাজারের ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত না করে তার পরিবর্তে ফ্লাইওভার নির্মাণের নির্দেশ দিয়েছেন। সাম্প্রতিক বন্যার পানি সরে যাওয়ার জন্য এসব সড়ক কেটে ফেলা হয়েছে। এ ছাড়া বন্যায় অনেক সড়ক ও সেতু ভেঙে গেছে।

পানি চলাচল নির্বিঘœ রাখতে এ সব ক্ষতিগ্রস্ত জায়গায় নতুন করে সড়ক নির্মাণ না করে তার পরিবর্তে সেতু, ফ্লাইওভার অথবা কালভার্ট নির্মাণে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই অনুশাসন দেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, সুনামগঞ্জে ভয়ংকর বন্যা হয়েছে। সড়ক সেতু ভেঙ্গে গেছে। হাওর বা বন্যা প্লাবন এলাকায় সড়ক নয় ব্রিজ অথবা কালভার্ট নির্মাণ করতে বলেছেন প্রধানমন্ত্রী। যাতে পানি চলাচলে বাঁধা সৃষ্টি না হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট ও এর আশপাশের এলাকায় পুনর্বাসনের জন্য নতুন করে বিশেষ প্রকল্প নেয়া হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে মান্নান আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ছাড়াও শহরের রেল ক্রসিংয়ে ওভারপাস নির্মাণ করতে বলেছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া আরও কোথায় ওভারপাস, আন্ডার পাস দরকার আছে কি-না তা খুঁজে বের করতে বলেছেন সরকার প্রধান। পাশাপাশি নৌ রুটে কালভার্টের পরিবর্তে ব্রিজ নির্মাণের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।