জাতিসংঘ মিশনের অংশ হিসেবে ডিআর কঙ্গোর নর্দার্ন সেক্টরের কমান্ডার হিসেবে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিশেষ অ্যাওয়ার্ড পেলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মুহসিন আলম।
ব্রিগেডিয়ার জেনারেল মুহসিন আলম চলতি বছরের ২০২২ সালের ১১ জানুয়ারি থেকে ডিআর কঙ্গোর নর্দার্ন সেক্টরের কমান্ডার হিসেবে নিয়োজিত রয়েছেন।
দায়িত্ব নেওয়ার পরপরই স্থানীয় সাধারণ নাগরিকদের সুরক্ষার দিকে বেশি জোর দেন তিনি। এজন্য গত ২২ জুন এমওএনইউএসসিও ফোর্স কমান্ডার লেফট্যানেন্ট জেনারেল মার্কোস দ্য সা অ্যাফোনস দ্য কোস্টা তাকে ‘ফোর্স কমান্ডার সার্টিফিকেট অন কমেন্ডেশন’ অ্যাওয়ার্ড প্রদান করেন।
মিশনে যুক্ত হওয়ার পর থেকে তিনি অস্ত্রধারী গ্রুপ গুলোর বিরুদ্ধে ধারাবাহিক অপারেশন পরিচালনা করেন। অপারেশন উজি হিল, অপারেশন হেডজা, অপারেশন সেক ও অপারেশন বালির মাধ্যমে নর্দার্ন সেক্টরের বেশিরভাগ এলাকার অস্ত্রধারী গ্রুপগুলোকে ধরাশায়ী করা হয়।
জাতিসংঘের পক্ষ থেকে তার নেতৃত্বে সুপরিকল্পিত, দক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত অপারেশনগুলোর ভূয়সী প্রশংসা করা হয়।
উল্লেখ্যঃ- ব্রিগেডিয়ার জেনারেল মুহসিন আলম বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট প্যারা কমান্ডো বিগ্রেডের প্রধান।
ছবিঃ বিগ্রেডিয়ার জেনারেল মুহসিন আলম স্যার।
Leave a Reply