শাহ আমানতে স্বর্ণ ও সিসাসহ যাত্রী আটক

চট্টগ্রাম : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীকে ১কেজি ২৪৪ গ্রাম স্বর্ণ, ৯ কেজি সিসাসহ আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১৬জুন) সকাল ৭টার দিকে গোপন সংবাদের জামালপুরের মাসুদ রানা নামের ওই যাত্রীকে আটক করেন শুল্ক গোয়েন্দারা।

বিমানবন্দরে দায়িত্বরত একজন শুল্ক গোয়েন্দা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটে দুবাই থেকে আসা ওই যাত্রীকে চ্যালেঞ্জ করা হয়। এরপর তল্লাশি চালিয়ে ১ কেজি ২৪৫ গ্রাম স্বর্ণ ও ৯ কেকিজ সিসা পাওয়া যায়। এরপর তাকে আটক ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

এ ঘটনায় ওই যাত্রীদের বিরুদ্ধে কাস্টম আইন ও প্রচলিত আইন মামলা এবং স্বর্ণ ও সিসা কাস্টমস কোষাগার জমা দেওয়া প্রক্রিয়া চলছে।

জেলে থাকা অবস্থায় স্ত্রীকে বিয়ে করায় বন্ধুকে খুন, পুলিশের হাতে গ্রেফতার খুনী

স্ত্রীকে ভাগিয়ে নিয়ে গিয়ে বিয়ে করায় বন্ধু রাকিব হোসেনকে খুন করার অভিযোগে রাসেল নামে একজনকে গ্রেফতার করেছে সিআইডি।

আজ মঙ্গলবার (১০ জুন) দুপুরে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

তিনি জানান- রাসেলের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, খুন ও অস্ত্র আইনে ১৩টি মামলা রয়েছে। জেলে থাকা অবস্থায় রাসেলকে ডিভোর্স দিয়ে তার স্ত্রী বিয়ে করেন রাকিবকে। রাসেল ৩১ মে জামিনে মুক্তি পায়। জেলহাজত থেকে বের হবার পরই রাসেল রাকিবকে খোঁজ করতে থাকে। পরে, ১ তারিখ কৌশলে সান্তাহার রেলওয়ে থানাধীন রেলস্টেশনের তিন নাম্বার প্লাটফর্মে ডেকে রাকিবকে ছুরিকাঘাত করে ক্ষুদ্ধ রাসেল। রাকিবকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পরে, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করে সিআইডির টিম। তাকে নাটোরে পাঠিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে সিআইডি।

সূত্র: যমুনা টিভি

জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুর : গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১০টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরো।

তিনি জানান, শ্রীপুর স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। একপর্যায়ে ট্রেনটি রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এরপর জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে আছে। বগিটি উদ্ধারের কাজ চলছে।

করোনা সংক্রমণের হার বৃদ্ধির ফলে ছয়টি পরামর্শ দিয়েছে টেকনিক্যাল পরামর্শক কমিটি

সম্প্রতি সময়ে করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধির ফলে ছয়টি পরামর্শ দিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি।

আজ বুধবার রাতে ৫৮তম সভা কমিটি’র সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় এই পরামশর্ দেয়া হয়।

পরামর্শগুলোর মধ্যে আছে, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে পুনরায় উদ্বুদ্ধ করতে সকল প্রকার গণমাধ্যমে অনুরোধ জানাতে হবে।

সকল ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা। ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি প্রয়োগ করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম বর্জন করা। ধর্মীয় প্রার্থনার স্থান (মসজিদ, মন্দির, গির্জায়) মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা দরকার।
যাদের জ্বর, সর্দি, কাশি হচ্ছে তারাও অনেকে কোভিড টেস্ট করেছেন না এতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া যাচ্ছে না। এ কারণে সংক্রমণ বাড়ছে। এ জন্য যাদের উপসর্গ দেখা দিচ্ছে এবং যারা কোভিড-১৯ আক্রান্ত মানুষের সংস্পর্শে আসছেন তাদের টেস্ট করার জন্য অনুরোধ করতে হবে।

যেসব দেশে কোভিড-১৯ জীবাণুর ভ্যারিয়েন্ট ও সাব ভ্যারিয়েন্ট সংক্রমণের হার বেশিসে সকল দেশ থেকে আমাদের দেশে আগত আক্রান্ত মানুষের মাধ্যমে প্রবেশ করছে বলে মনে করা হয়। এ জন্য বিমান, স্থল ও নৌবন্দরগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে কোভিড-১৯ নেগেটিভ সনদ, টিকা সনদ আবশ্যক করতে হবে। বিশেষত অধিক আক্রাš Íদেশ থেকে আগত যাত্রীদের জন্য। সন্দেহজনক ব্যক্তিদের র‌্যাপিড এন্টিজেন টেস্ট করার ব্যবস্থা করতে হবে। সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে আক্রান্ত ব্যক্তিদের কোয়ারেন্টিনের ব্যবস্থা করা প্রয়োজন।

কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় ডোজ যারা এখনও নিতে পারেননি তাদের এটা নেওয়ার ব্যাপারে আগ্রহী করতে হবে। ৫ থেকে ১২ বছরের শিশুদের ভ্যাকসিন দেয়ার ব্যাপারে নাইট্যাগ এর পরামর্শ অনুসরণ করা দরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চতুর্থ ডোজ অনুমোদন করলে তা বিবেচনা করতে হবে। কোভিড-১৯ এর ভ্যারিয়েন্ট শনাক্ত করার জন্য সম্ভাব্যতা বিবেচনা করা দরকার। ভ্যাকসিন পরবর্তী প্রতিরোধ ক্ষমতা কতদিন বজায় থাকছে যে সম্বন্ধে গবেষণা করা প্রয়োজন।
কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য যে বিশেষ শয্যা, আইসিইউ ব্যবস্থা ও জনবল ছিল, তা বর্ধিত হারে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য যথাযথভাবে প্রস্তুত রাখা প্রয়োজন। সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভা করা যেতে পারে।

আরফানুল হক রিফাত বেসরকারিভাবে কুমিল্লা সিটি মেয়র নির্বাচিত

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত।

আরফানুল হক রিফাত নৌকা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী, সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।
কুমিল্লা শিল্পকলা একাডেমীতে সিটি নির্বাচনের ফলাফলের জন্য তৈরি করা অস্থায়ী মঞ্চে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী আজ বুধবার রাতে এই ফলাফল ঘোষণা করেন।

কমিশন ঘোষিত ফলাফলে বিএনপি থেকে বহিস্কৃত অপর প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট।