ধাক্কা লাগাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে এক শিশুর হাত গরম তেল দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে হোটেলের এক বাবুর্চির বিরুদ্ধে।
মঙ্গলবার (৩১ মে) রাত ৯টার দিকে যশোরের ভৈরব হোটেলে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ওই শিশুকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আহত শিশুর নাম আইমান রাহাত। তার বয়স ১০ বছর। সে অভয়নগর চেঙ্গুটিয়া বাজারের জামাল মোল্লার ছেলে।
এই ঘটনায় অভিযুক্ত হোটেলের বাবুর্চি ইব্রাহিম বিশ্বাসকে আটক করেছে পুলিশ। ইব্রাহিম বিশ্বাস যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মা ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে এসে রাতে খাবার খেতে ভৈরব হোটেলে যান। খাওয়া শেষে হোটেল থেকে বের হওয়ার সময় হোটেলের সামনে বাবুর্চি ইব্রাহিমের সাথে শিশুটির অসাবধানতা-বসত ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে শিশু রাহাতের শরীরে গরম তেল ছুড়ে দেন বাবুর্চি ইব্রাহিম বিশ্বাস। গরম তেলে ঝলসে যায় শিশুটির বাম হাত। তাকে দ্রুত ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে জরুরি চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ সাংবাদিকদের বলেন, রাতে আইমান নামে এক শিশুকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাত গরম তেলে ঝলসে গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, শিশুর হাতে গরম তেল ঢেলে নির্যাতনের ঘটনায় হোটেলের এক কর্মচারীকে আটক করা হয়েছে।
Leave a Reply