1. admin@dhakareport.com : Dhakareport.Online :
  2. farzana25.dlm@gmail.com : Farzana Ahamed : Farzana Ahamed
  3. rajibdlm@gmail.com : Rasel Ahammed Razib : Rasel Ahammed Razib
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন

ঈদ আয়োজনে ডেডলাইন এন্টারটেনমেন্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ৫৫০ Time View

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে মিডিয়া পাড়ায় চলছে ব্যাপক আয়োজন। নাটক, সিনেমা, মিউজিক ভিডিও, গানসহ নানা রকম আয়োজন নিয়ে ব্যস্ত শোবিজের মানুষজন।

সবাই চাইছে দর্শকদের চাহিদা অনুযায়ী মনের খোরাক দিতে। তেমনি মানুষের ঈদের খুশিকে বাড়াতে প্রতি বছরই কিছু চমক রাখতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান ‘ডেডলাইন মিউজিক’। এবার ঈদেও তার ব্যতিক্রম হচ্ছেনা। প্রতিষ্ঠানটি ঈদে ৪ দিনে ৪ টি নাটক এবং মিউজিক ভিডিও প্রকাশ করবে।

“বরিশাইল্লা মেস” গল্প চিত্রনাট্য ও পরিচলনা মোহন আহমেদ সংলাপ-সেজান নুর,এতে অভিনয় করেছেন:আরশ খান, তানিয়া বৃষ্টি, সিয়াম নাসির, রিয়া বর্মণ, শামিম আহমেদ, জান্নাত আফরিন, এম কে এইচ পামির, রিয়াজ রাজ, শাহরিয়ার শুভ, সৈকত মহমুদ সহ আরও অনেকে।

“হাই টেনশন” গল্প চিত্রনাট্য আহসান হাবিব সকাল, পরিচলনা কাজী ইমরান হাসান,এতে অভিনয় করেছেন:সিনি স্নিগ্ধা, ইমতু রাতিশ,আনোয়ার হোসেন,মর্জিনা সুমির মা, জাহিদ ইসলাম, এইচ কে স্বাধীন, সাগর সহ আরও অনেকে।

“গালি” গল্প চিত্রনাট্য মোসাব্বের হোসেন মুয়ীদ, পরিচলনায় মাবরুর রশিদ বান্নাহ,এতে অভিনয় করেছেন:মিশু সাব্বির, সামন্তি সৌমি, রাসেদ এমরান, নিপুণ আহমেদ, শামীম মৃধা, এফএইচ শান, মোবিন হাসান, সহ আরও অনেকে।

“হাওলাদ মনির” গল্প চিত্রনাট্য ও পরিচলনায় মোহন আহমেদ সংলাপ গোলাম সারোয়ার অনিক, নিলয় আমগীর, তানিয়া বৃষ্টি, আনোয়ার হোসেন, সৈকত আমমুদ, এম কে এইচ পামির, মুকুল জামিল, শাহরিয়ার শুভ, রিয়াজ রাজ সহ আরও অনেকে।

“আমি তোমার হতে হতে” শিল্পী:মোকলেসুল ইসলাম নিলু, গানের কথা রবিউল ইসলাম জিবন, সুর ও সঙ্গীত করেছেন আদিব কবির, মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন- ইমরান, সুস্মিতা সহ আরও অনেকে, পরিচলনায় সৈকত রেজা।

সব গুলো নাটক এবং মিউজিক ভিডিও ডেডলাইন এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে ঈদের দিন থেকে ধারাবাহিক ভাবে প্রচারিত হবে…

Author

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *