এবার ইসরায়েলকে বয়কট করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস: আবেদন গ্রহণ বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক | ৪ ডিসেম্বর ২০২৫
বিশ্বের বিভিন্ন রেকর্ড সংরক্ষণকারী ও স্বীকৃতিদানকারী প্রতিষ্ঠান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এবার ইসরায়েল থেকে পাঠানো নতুন রেকর্ডের আবেদনগুলো পর্যালোচনা না করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি এক ঘোষণায় ব্রিটেনভিত্তিক এই প্রতিষ্ঠানটি সাফ জানিয়ে দিয়েছে, তারা বর্তমানে ইসরায়েলের পক্ষ থেকে পাঠানো কোনো আবেদন বিবেচনা করছে না।
ইসরায়েলি টিভি চ্যানেল এন১২-এর প্রতিবেদন অনুযায়ী, কিডনি দানে উৎসাহিতকারী ইসরায়েলি প্রতিষ্ঠান ‘মাতনাত চাইম’ সম্প্রতি গিনেস কর্তৃপক্ষের কাছে একটি বিশ্বরেকর্ডের আবেদন জমা দেয়। প্রতিষ্ঠানটি ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাসকারী ২ হাজার জন কিডনিদাতাকে (যারা অপরিচিতদের কিডনি দান করেছেন) সংগঠিত করে তাদের নিয়ে তোলা একটি গ্রুপ ছবির মাধ্যমে এই রেকর্ডের স্বীকৃতি চেয়েছিল।
আবেদনটি জমা দেওয়ার পরই গিনেস কর্তৃপক্ষ ওই প্রক্রিয়া স্থগিত করে দেয়। মাতনাত চাইমকে পাঠানো একটি ইমেইলে তারা সরাসরি উল্লেখ করে, “আমরা বর্তমানে ইসরায়েল থেকে রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো পর্যালোচনা করছি না।”
জানা গেছে, গিনেসের এই সিদ্ধান্ত শুধু ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর ও গাজার ক্ষেত্রেও এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। অর্থাৎ এই অঞ্চলগুলো থেকেও আপাতত কোনো আবেদন গ্রহণ বা প্রক্রিয়াকরণ করা হবে না।
গিনেস কর্তৃপক্ষের এমন আকস্মিক সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েলি ওই প্রতিষ্ঠানটি। ইসরায়েলি চ্যানেল ১২ উল্লেখ করেছে, আবেদন প্রত্যাখ্যানের এই ঘটনাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মনে করছে মাতনাত চাইম।
তবে আবেদনকারী সংস্থাকে ইমেইলে বিষয়টি জানালেও, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এখন পর্যন্ত তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা আন্তর্জাতিক গণমাধ্যমে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করেনি।

