পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি, স্থবির জনজীবন
পঞ্চগড় প্রতিনিধি | ৬ ডিসেম্বর ২০২৫
হিমালয়ের কোলঘেঁষা দেশের উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ দ্রুত নিচে নামতে থাকায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে এ জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, এটিই আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।
এর আগে গতকাল শুক্রবার একই সময়ে তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা আরও কমে যাওয়ায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে অনেক বেশি।
সন্ধ্যা নামার পর থেকেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ, যা অব্যাহত থাকছে পরদিন সকাল পর্যন্ত। কুয়াশা আর হাড়কাঁপানো শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। সকালে জীবিকার তাগিদে বের হওয়া শ্রমিকদের অতিরিক্ত শীতবস্ত্র গায়ে জড়িয়েও কাজ করতে হিমশিম খেতে দেখা গেছে।
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। অন্যদিকে, নিম্নআয়ের মানুষেরা প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিনাতিপাত করছেন।
আবহাওয়া অফিস বলছে, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শীতের তীব্রতা আরও বাড়তে পারে এবং মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

