Breaking News
খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত: শুক্রবার দেশজুড়ে বিশেষ দোয়া ও প্রার্থনার ডাক বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৪ ডিসেম্বর ২০২৫

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি; পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এমন প্রেক্ষাপটে তার আশু রোগমুক্তি কামনায় আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) দেশব্যাপী দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


সংবাদ সম্মেলনে রিজভী জানান, শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য ধর্মাবলম্বীদের মন্দির, প্যাগোডা ও গির্জাসহ সকল উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হবে।

রিজভী বলেন, “দেশনেত্রীর শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত এবং উদ্বেগজনক। তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। আমরা দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে আগামীকাল নিজ নিজ ধর্মীয় উপাসনালয়ে তার সুস্থতা কামনায় প্রার্থনার আহ্বান জানাচ্ছি।”


উল্লেখ্য, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত কয়েকদিন ধরে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। এর আগে তার চিকিৎসার জন্য বিদেশ থেকে তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন এবং শারীরিক অবস্থা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ লক্ষ্য করা গেছে।

 

 

খালেদা জিয়ার অবস্থার হঠাৎ অবনতি, জরুরিভিত্তিতে দেশে ফিরছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ২ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় জরুরিভিত্তিতে খুব শীঘ্রই দেশে ফিরছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার বড় ছেলে তারেক রহমান।


হাসপাতাল ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল (সোমবার) বেগম জিয়ার অবস্থায় কিছুটা উন্নতির লক্ষণ দেখা দিলেও মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শ্বাসকষ্ট বেড়েছে এবং শরীরের বিভিন্ন প্যারামিটার ওঠানামা করছে। মেডিকেল বোর্ড জরুরিভিত্তিতে তার চিকিৎসা পর্যালোচনা করছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।


মায়ের গুরুতর অসুস্থতার খবর পেয়ে লন্ডন প্রবাসী তারেক রহমান দেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, তিনি দ্রুততম সময়ের মধ্যে, সম্ভবত আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকায় পৌঁছাতে পারেন।

এর আগে গত ২৯ নভেম্বর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো আইনি বাধা বা আপত্তি নেই। সরকারের এই সবুজ সংকেত এবং মায়ের সংকটাপন্ন অবস্থার কারণে তার দেশে ফেরার প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে।


বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি এবং তারেক রহমানের আকস্মিক দেশে ফেরার খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দলীয় কার্যালয় ও হাসপাতাল প্রাঙ্গণে নেতাকর্মীদের ভিড় বাড়তে শুরু করেছে। দেশজুড়ে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হচ্ছে।

সিসিইউতে খালেদা জিয়া: শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, মাঝেমধ্যে কথা বলছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১ ডিসেম্বর ২০২৫

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। টানা চার দিন ধরে সিসিইউতে থাকার পর রোববার সন্ধ্যা থেকে তার স্বাস্থ্যের ইতিবাচক পরিবর্তনের কথা জানিয়েছে মেডিকেল বোর্ড।


রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে তরল খাবার দেওয়া হচ্ছে এবং তিনি তা খেতে পারছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, খালেদা জিয়ার শয্যাপাশে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান অবস্থান করছেন। শাশুড়ির সঙ্গে তিনি মাঝেমধ্যে কথা বলছেন এবং খালেদা জিয়াও তাতে সাড়া দিচ্ছেন।


শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও ঝুঁকি এড়াতে তাকে এখনই কেবিনে স্থানান্তর করা হচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে আরও কিছুদিন সিসিইউতেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। গত চার দিন ধরে তিনি সিসিইউতে ভর্তি আছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সার্বক্ষণিক তার চিকিৎসার তদারকি করছেন।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সপ্তাহে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং তাৎক্ষণিকভাবে সিসিইউতে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীলতার দিকে যাচ্ছে বলে চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন।

বাঙালির অহংকার আর বীরত্বের স্মারক: শুরু হলো গৌরবদীপ্ত বিজয়ের মাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১ ডিসেম্বর ২০২৫

ক্যালেন্ডারের পাতা ঘুরে আবারও এলো বাঙালির জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় অধ্যায়—মহান বিজয়ের মাস ডিসেম্বর। আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে শুরু হলো এই অগ্নিঝরা ও আনন্দের মাস। ১৯৭১ সালের এই মাসেই দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আর আত্মত্যাগের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জন্ম নিয়েছিল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।


বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যে সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল, তা চূড়ান্ত রূপ পায় এই ডিসেম্বরে। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। বাঙালি জাতি লাভ করে লাল-সবুজের পতাকা।


যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, বিজয়ের এই মাসে জাতি সেই সব বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। মাসের প্রথম দিন থেকেই দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি চলছে। বিজয়ের এই মাসে শোক আর শক্তির মিশেলে নতুন করে দেশ গড়ার শপথ নেবে বাঙালি জাতি—এমনটাই প্রত্যাশা সবার।

তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ২৯ নভেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি স্পষ্ট জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি বা আইনি বিধিনিষেধ নেই।

শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।


প্রেস সচিব শফিকুল আলম তার স্ট্যাটাসে উল্লেখ করেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জনমনে নানা প্রশ্ন বা গুঞ্জন থাকতে পারে। তবে সরকারের অবস্থান পরিষ্কার—তার দেশে ফেরার ক্ষেত্রে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ নেই। তিনি যেকোনো সময় দেশে ফিরতে পারেন।”


দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন সময়ে তার ফেরার তারিখ নিয়ে গুঞ্জন শোনা গেলেও সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসেনি। এর মধ্যে সরকারের পক্ষ থেকে এমন ইতিবাচক বার্তা তার দেশে ফেরার পথকে আরও সুগম করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

প্রেস সচিবের এই বক্তব্যের পর বিএনপিপন্থী আইনজীবীরা এবং দলের সিনিয়র নেতারা সন্তোষ প্রকাশ করেছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অতি দ্রুতই তিনি দেশে ফিরবেন বলে আশা করছেন দলের নেতাকর্মীরা।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেলো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ২৯ নভেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। নানা জটিলতা দেখা দেওয়ায় গত তিন দিন ধরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনো সংকটাপন্ন।


শুক্রবার (২৮ নভেম্বর) মধ্যরাতে বেগম জিয়ার চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দূর থেকে বেগম জিয়াকে দেখেন।

হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মির্জা আব্বাস বলেন, “ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। আমরা দূরত্ব বজায় রেখে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তিনি আমাদের চিনতে পেরেছেন। আমরা সালাম দিয়েছি, তিনি উত্তর দিয়েছেন।”


শনিবার (২৯ নভেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বার্তায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ দেশনেত্রীর রোগমুক্তি কামনায় দোয়া করছেন, এতে আমরা কৃতজ্ঞ।”

মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং তাকে সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

১লা ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা শিক্ষকদের

দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণের দাবি পূরণ না হলে আগামী সোমবার (১ ডিসেম্বর) থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষকরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শিক্ষা ভবনের সামনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান নিয়ে এ কর্মসূচির ঘোষণা দেন তারা।

আন্দোলনরত শিক্ষকরা জানান, অনেক নিচের গ্রেডের পদও নবম গ্রেডে উন্নীতকরণ করা হয়েছে। কিন্তু ন্যায্যতা থাকা সত্ত্বেও শুধু দশম গ্রেডের সহকারী শিক্ষক পদটির কোনো নড়াচড়া নেই।

তারা আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে এসেছি। এর আগেও বেশ কয়েকবার এজন্য আন্দোলন করেছি। তবে এবার দাবি আদায় করেই শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরবেন বলেও জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, জলাশয় ভরাট করে ফেলা হয়েছে। দাঁড়ানোর জন্য সেভাবে মাঠও নেই। সবাইকে বিল্ডিং কোড মানতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। রাজউককে এসব বিষয়ে সজাগ থাকতে হবে। এ সময়  ভূমিকম্পের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভূমিকম্পের আর্লি ওয়ার্নিংয়ের ব্যবস্থা নেই। কোনো কোনো দেশে একটি অ্যাপ আছে বলে শুনেছি। যেটি ১০ সেকেন্ড আগে ইঙ্গিত দিতে পারে। সেই অ্যাপটি নিয়ে কাজ করা যেতে পারে।

এবার বড় ভূমিকম্পের আশঙ্কায় আবহাওয়া অফিসের নতুন বার্তা।

আবহাওয়া অধিদপ্তর এবং বিশেষজ্ঞরা সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষিতে বড় ভূমিকম্পের বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। তবে এটি নির্দিষ্ট কোনো দিন বা সময়ের পূর্বাভাস নয়, বরং একটি ‘সতর্ক সংকেত’ বা ‘ওয়ার্নিং’ হিসেবে দেওয়া হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) ৫.৭ মাত্রার ভূমিকম্প এবং শনিবার (২২ নভেম্বর) ৩.৩ মাত্রার আফটার শকের পর আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়াত কবীর গণমাধ্যমকে জানিয়েছেন:
গত কয়েক দশকে ঢাকা ও এর আশপাশে এটিই ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ এবং ভূগর্ভে প্রচুর শক্তি জমা হয়েছে। তাই যেকোনো সময় বাংলাদেশে আরও বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে।
তিনি স্পষ্ট করেছেন যে, ভূমিকম্প ঠিক কবে বা কখন হবে, তা আগে থেকে সুনির্দিষ্টভাবে বলা বৈজ্ঞানিকভাবে সম্ভব নয়। তবে সাম্প্রতিক কম্পনগুলো বড় বিপদের ‘আগাম বার্তা’ বা ‘ওয়েক-আপ কল’ হিসেবে দেখা উচিত।

বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ মেহেদী আহমেদ আনসারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ুন আখতারও একই আশঙ্কা প্রকাশ করেছেন। তারা বলছেন:
বড় ভূমিকম্পের আগে সাধারণত এমন ছোট বা মাঝারি মাত্রার কম্পন দেখা যায়, যাকে ‘ফোরশক’ (Foreshock) বলা হতে পারে।
ঢাকার এত কাছে (নরসিংদী ও সাভার) উৎপত্তিস্থল হওয়াটা অত্যন্ত উদ্বেগের বিষয়।
সারমর্মে, আবহাওয়া অফিস মূলত সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে, কারণ ভূতাত্ত্বিক গঠন অনুযায়ী বাংলাদেশ বড় ভূমিকম্পের চরম ঝুঁকির মধ্যে রয়েছে।

 

তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ
আজ ২০ নভেম্বর, ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন 
তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। 
যদিও আজ তার জন্মদিন, তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বিএনপি কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করছে না। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, কেক কাটা, পোস্টার ও ব্যানার লাগানো এবং আলোচনা সভার মতো কোনো আনুষ্ঠানিক কর্মসূচি পালন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকতে বলা হয়েছে। 
এর পরিবর্তে, তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া-মিলাদ এবং মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে দিনটি পালন করার জন্য দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে জেলা ও স্থানীয় বিএনপি ইউনিটগুলি দোয়া মাহফিলের আয়োজন করেছে।