1. admin@dhakareport.com : Dhakareport.com :
করোনামুক্ত হলেন আর্জেন্টাইন ফুটবলার দিবালা - Dhaka Report
শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৫:০১ অপরাহ্ন

করোনামুক্ত হলেন আর্জেন্টাইন ফুটবলার দিবালা

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ২৭৯ বার

করোনা ভাইরাসে লম্বা সময় ধরে আক্রান্ত থাকার পর অবশেষে সুস্থ হয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। এখবর নিশ্চিত করেছে য়্যুভেন্টাস ক্লাব।

ইতালির চ্যাম্পিয়নরা এক বিবৃতিতে জানায় দুই দফা করোনা টেস্টে নেগেটিভ এসেছে দিবালার। অর্থাৎ পুরোপুরি সুস্থ হয়ে এখন অনুশীলনে ফিরতে পারবেন তিনি। তুলে নেয়া হয়েছে তার হোম আইসোলেশনও। ২৬ বছর বয়সি এই ফরোয়ার্ড মার্চ মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হন। জটিল কোনো উপসর্গ না থাকলেও ৬ সপ্তাহ ধরে রিপোর্টে একাধিকবার পজেটিভ এসেছিলো। ইতিমধ্যেই ব্যক্তিদ্দোগে অনুশীলনের অনুমতি দেয়া হয়েছে ফুটবলারদের। আর ১৮ মে থেকে য়্যুভেন্টাসসহ ইতালির সব ক্লাব শুরু করতে পারবে দলীয় অনুশীলন।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরো সংবাদ
Shares