ডেস্ক রিপোর্ট: শুক্রবার তুরস্কে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন সাবেক জার্মান প্লেয়ার মেসুত ওজিল। আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এক হাজার সিরিয়া শিশুর অস্ত্রোপচারের দায়িত্ব নেন তিনি।
জানা গেছে, আগুনে পোড়া শিশুসহ পা, ঠোঁট ও তালুর সমস্যার ভোগা প্রায় ১ হাজার রোগীর অস্ত্রোপচারের জন্য অর্থ সংগ্রহ করছেন ওজিল ও গালস দম্পতি।
এ নিয়ে ওজিল বলেন, ‘পেশাদার ফুটবলার হওয়ায় সমাজে ভালো একটি অবস্থানে আছি। আমি সককলে আমন্ত্রণ জানাচ্ছি, যারা পারবেন খুশি মনে এই বিশেষ সহয়তা কজে এগিয়ে আসবে। আমি এবং অ্যামিনে ১০০০ শিশুর অস্ত্রোপচারের জন্য এখনো সহায়তা একান্ত প্রায়াজন।
প্রসঙ্গত, এদিকে বিয়ে উপলক্ষে, তুরস্কের রেড ক্রিসেন্টে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ও উদ্বাস্তুদের জন্য খাবারের আয়োজন করা হয়। প্রায় ১৫ হাজার সিরিয়ান অভিবাসীকে নৈশভোজ করানো হয় এই বিয়ে উপলক্ষে।