সিনেমার শুটিংয়ে অগ্নিদগ্ধ আরিফিন শুভ
বিনোদন প্রতিবেদক, ঢাকা | ৪ ডিসেম্বর ২০২৫
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ শুটিং করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন। ঢাকার বাইরে প্রত্যন্ত এক লোকেশনে ‘মালিক’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হন তিনি।
শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, সিনেমার একটি অ্যাকশন দৃশ্যে আগুনের ব্যবহার ছিল। চিত্রনাট্য অনুযায়ী শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন লাগার কথা ছিল। সব প্রস্তুতি শেষে ক্যামেরা চালু হতেই বিপত্তি ঘটে। কয়েক সেকেন্ডের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শুভর পায়ে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন ছড়িয়ে পড়লে শুভ প্রাথমিকভাবে নিজেই তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্র তাপে ভারসাম্য হারিয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে ইউনিটের সদস্যরা ছুটে এসে আগুন নেভান। যদিও বড় কোনো বিপর্যয় ঘটেনি, তবু শুভর পায়ে দগ্ধ হওয়ার ক্ষত তৈরি হয়েছে।
দুর্ঘটনার পর সিনেমার পরিচালক শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে আরিফিন শুভ নিজের যন্ত্রণাকে উপেক্ষা করে পেশাদারিত্বের পরিচয় দেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েই পুনরায় ক্যামেরার সামনে দাঁড়ান এবং নির্ধারিত দৃশ্যটির শুটিং শেষ করেন। বর্তমানে তিনি ক্ষত নিয়েই নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে নির্মিত হচ্ছে ‘মালিক’ সিনেমাটি। এতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আসছে ঈদুল ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে।
শুভর এমন দুর্ঘটনার খবরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

