উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিতে দেশে আসছেন জুবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৪ ডিসেম্বর ২০২৫
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে নিয়ে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। তাকে লন্ডনের ‘লন্ডন ব্রিজ হাসপাতালে’ ভর্তি করা হবে। এ উদ্দেশ্যে আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) দেশে আসছেন তার বড় ছেলের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এবং পরবর্তীতে ডা. এ জেড এম জাহিদ হোসেনের সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে বিএনপির ভেরিফায়েড পেজে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে ডা. জুবাইদা রহমান ৫ ডিসেম্বর বাংলাদেশে আসছেন। কাতারের রাজপরিবারের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।
এর আগে দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বৃহস্পতিবার মধ্যরাত কিংবা শুক্রবার সকালে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
ডা. জাহিদ জানান, এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়ার সঙ্গে ডাক্তার ও স্বজনসহ মোট ১৪ জন সফরসঙ্গী হিসেবে থাকতে পারেন। তাদের মধ্যে রয়েছেন—সাইয়্যেদা শামেলা রহমান, ডা. জুবাইদা রহমান (যুক্ত হয়ে), আবু জাফর মো. জাহেদ হোসেন, ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ফখরুদ্দিন মো. সিদ্দিকী, মো. শাহাবুদ্দিন তালুকদার, নুরুউদ্দিন আহমেদ, মো. জাফর ইকবাল, মোহাম্মদ আল মামুন, হাসান শিকদার ইকবাল, সাইয়েদ সামিন মাহফুজ, মো. আবুল হাই মল্লিক, মো. মাসুদুর রহমান, ফাতেমা বেগম ও রূপা সিকদার।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। গত দুই সপ্তাহ ধরে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
এরই মধ্যে গত ১ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (Very Important Person) হিসেবে ঘোষণা করে। এছাড়া, তার আশু রোগমুক্তি কামনায় আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

