Breaking News
আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা | ২ ডিসেম্বর ২০২৫

প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখল বাংলাদেশ। ফাইনালে আয়ারল্যান্ডকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে টাইগাররা। এই জয়ের ফলে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ।


মঙ্গলবার (২ ডিসেম্বর)  আগে ব্যাট করতে নামা আয়ারল্যান্ডকে মাত্র ১১৭ রানেই আটকে দেন বাংলাদেশের বোলাররা। জয়ের জন্য ১১৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আইরিশ বোলারদের ওপর চড়াও হন দুই তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন।

তাদের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ১৩.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। হাতে তখনো বাকি ছিল ৩৮টি বল। 


সিরিজের শুরুটা বাংলাদেশের জন্য ছিল হতাশার। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে যাওয়ায় সিরিজ হাতছাড়া হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরায় স্বাগতিকরা। আর আজ শেষ ম্যাচে দাপুটে জয়ে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে ট্রফি উল্লাসে মেতে উঠল লাল-সবুজের প্রতিনিধিরা।

বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ব্যাটারদের এমন আগ্রাসী পারফরম্যান্স দর্শকদের দারুণ বিনোদন দিয়েছে। ম্যাচ শেষে সিরিজ জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়লেন টাইগাররা।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *