ভাইরাল হওয়ার নেশায় ভয়াবহ পরিণতি: আগুন নিয়ে ভিডিও বানাতে গিয়ে দগ্ধ আল-আমিন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১ ডিসেম্বর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার নেশায় ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন। আগুন নিয়ে ভিডিও ধারণ করার সময় তিনি গুরুতর দগ্ধ হয়েছেন। বর্তমানে তাকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, দ্রুত জনপ্রিয়তা পেতে এবং ভিডিওতে ‘থ্রিল’ আনতে আল-আমিন আগুন নিয়ে একটি ঝুঁকিপূর্ণ রিল বা ভিডিও বানাচ্ছিলেন। ভিডিও ধারণের একপর্যায়ে অসাবধানতাবশত সেই আগুন তার শরীরে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন।
এরপর তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আল-আমিনের শরীরের উল্লেখযোগ্য অংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। একইসঙ্গে, ভিউ বা লাইকের আশায় জীবনের ঝুঁকি নিয়ে এমন বিপদজনক ভিডিও তৈরি থেকে বিরত থাকার জন্য অন্য কনটেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।

