সিসিইউতে খালেদা জিয়া: শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, মাঝেমধ্যে কথা বলছেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১ ডিসেম্বর ২০২৫
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। টানা চার দিন ধরে সিসিইউতে থাকার পর রোববার সন্ধ্যা থেকে তার স্বাস্থ্যের ইতিবাচক পরিবর্তনের কথা জানিয়েছে মেডিকেল বোর্ড।
রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে তরল খাবার দেওয়া হচ্ছে এবং তিনি তা খেতে পারছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, খালেদা জিয়ার শয্যাপাশে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান অবস্থান করছেন। শাশুড়ির সঙ্গে তিনি মাঝেমধ্যে কথা বলছেন এবং খালেদা জিয়াও তাতে সাড়া দিচ্ছেন।
শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও ঝুঁকি এড়াতে তাকে এখনই কেবিনে স্থানান্তর করা হচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে আরও কিছুদিন সিসিইউতেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। গত চার দিন ধরে তিনি সিসিইউতে ভর্তি আছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সার্বক্ষণিক তার চিকিৎসার তদারকি করছেন।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সপ্তাহে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং তাৎক্ষণিকভাবে সিসিইউতে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীলতার দিকে যাচ্ছে বলে চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন।

