Breaking News
বাঙালির অহংকার আর বীরত্বের স্মারক: শুরু হলো গৌরবদীপ্ত বিজয়ের মাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১ ডিসেম্বর ২০২৫

ক্যালেন্ডারের পাতা ঘুরে আবারও এলো বাঙালির জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় অধ্যায়—মহান বিজয়ের মাস ডিসেম্বর। আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে শুরু হলো এই অগ্নিঝরা ও আনন্দের মাস। ১৯৭১ সালের এই মাসেই দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আর আত্মত্যাগের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জন্ম নিয়েছিল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।


বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যে সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল, তা চূড়ান্ত রূপ পায় এই ডিসেম্বরে। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। বাঙালি জাতি লাভ করে লাল-সবুজের পতাকা।


যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, বিজয়ের এই মাসে জাতি সেই সব বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। মাসের প্রথম দিন থেকেই দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি চলছে। বিজয়ের এই মাসে শোক আর শক্তির মিশেলে নতুন করে দেশ গড়ার শপথ নেবে বাঙালি জাতি—এমনটাই প্রত্যাশা সবার।

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *