1. admin@dhakareport.com : Dhakareport.com :
৭০ বছর একসঙ্গে সংসার, হাতে হাত রেখে দম্পতির মৃত্যু - Dhaka Report
বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১, ০৯:০১ অপরাহ্ন

৭০ বছর একসঙ্গে সংসার, হাতে হাত রেখে দম্পতির মৃত্যু

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯
  • ৪৫ বার
love,like,
love,like,

৭০ বছর যাত্রাপথে ভাল-মন্দ মুহূর্তে যা-ই এসেছে, একসঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন। আলাদা থাকার, একা থাকার অভ্যাসটাই যেন ছিল না দুজনের মধ্যে কারও। হাজারো দুষ্কর্ম, ঘৃণা হানানির মাঝেও প্রেম এখনো এই দুনিয়ার প্রধান চালিকা শক্তি। সেটাই বুঝিয়ে গেলেন ৯২ বছর বয়সী ফ্রান্সিস আর্নেস্ট প্ল্যাটেল ও তার ৯০ বছর বয়সী স্ত্রী নরমা জুন প্ল্যাটেল। অস্ট্রেলিয়ার এই দম্পতিকে নিয়ে এখন দুনিয়া জুড়ে চলছে আলোচনা।

সত্তর বছর পরও একে অন্যের হাত ধরে তাদের মনে হয়েছে হয়তো, আরো কয়টা দিন একসঙ্গে থাকতে পারলে ভালো হতো । তবে আলাদা হয়ে একটা দিন ও নয়।

৭০ বছরের সুখী দাম্পত্য জীবন কাটানোর পর তারা কেউই আর একা থাকতে চাননি। একটা দিনও নয়। তাই পরস্পরের হাতে হাত রেখে মৃত্যুবরণ করলেন দুজন।
অস্ট্রেলিয়ার এই দম্পতিকে নিয়ে এখন দুনিয়া জুড়ে চলছে আলোচনা । নরমা দীর্ঘদিন ধরে আলঝেইমার রোগে ভুগছিলেন। ফ্রান্সিসও বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। দুজনকে একই ঘরে রাখা হয়। দুজনের খাট ছিল পাশাপাশি। চিকিৎসা চলছিল। হঠাৎ একদিন নরমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অস্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে শুরু করেন তিনি। হঠাৎ করে ফ্রান্সিসও অস্থির হয়ে ওঠেন। প্রায় একই সময়।

৭০ বছর একসঙ্গে সংসার, হাতে হাত রেখে দম্পতির মৃত্যু

স্ত্রী নরমা জুন প্ল্যাটেলের সঙ্গে আনন্দ ও অনেক ভালবাসায় সময় কাটাতেন ফ্রান্সিস আর্নেস্ট প্ল্যাটেল। ছবি: সংগৃহীত।
তাদের দেখাশোনার দায়িত্বে থাকা নার্স ১০ মিনিট পরপর পরীক্ষা করছিলেন। সেই নার্সই দশ মিনিটের ব্যবধানে পরীক্ষা করতে এসে দেখেন, দুজনের শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। চিকিৎসকরা দুজনের মৃত্যুর সঠিক মুহূর্ত জানাতে পারেননি। তবে দুজনের মৃত্যু প্রায় একসঙ্গে বলেই ধরা হয়েছে। মৃত্যুর সময় দুজনে দুজনের হাত ধরেই ছিলেন।

সূত্র: ittefaq.com.bd

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরো সংবাদ
Shares