ডেস্ক নিউজ: বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মিথ্যাবাদী চৌকিদার এবং নিজেকে জনগণের পাহারাদার বলে মন্তব্য করেছেন । পশ্চিমবঙ্গের মুখ্যমনন্ত্রী মমতা ব্যানার্জিা
বুধবার রামপুরহাটে প্রশাসনিক সভায় বিজেপি সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলে মমতা বলেন, তোমরা চোর-ডাকাতের দল। তোমার মতো মিথ্যে কথা বলা চৌকিদার আমি নই। ১৫ লক্ষ টাকা করে ব্যাঙ্কে দিয়ে দেব বলি না। জনগণের টাকা লুঠ করি না।
এর পরেই জনগণের উদ্দেশে মমতার সতর্কবাণী, আমি মানুষের পাহারাদার। আমি আছি বলে এ রাজ্যে কোনও আঁচ পান না আপনারা। দেশে কী হচ্ছে রাজ্যের মানুষকে বুঝতে দিই না। আগলে রাখি।