1. admin@dhakareport.com : Dhakareport.com :
সুশান্ত সিংহ রাজপুতের ৫ আত্মীয় দুর্ঘটনায় মৃত্যু - Dhaka Report
বুধবার, ২৬ জানুয়ারী ২০২২, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সুশান্ত সিংহ রাজপুতের ৫ আত্মীয় দুর্ঘটনায় মৃত্যু

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১৫ বার

পথ দুর্ঘটনায় মৃত্যু হল সুশান্ত সিংহ রাজপুতের পরিবারের পাঁচ জনের। সুশান্তের দূর সম্পর্কের আত্মীয়রা পটনা গিয়েছিলেন। প্রয়াত অভিনেতার জামাইবাবু ওপি সিংহের বোন গীতা দেবীর সৎকার ছিল সেখানে। বাড়ি ফেরার পথে বিহারের লখিসরাই জেলায় ঘটেছে এই ঘটনা। বৃহস্পতিবার ভোর রাতে ৩৩৩ নং জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের গাড়ির। দুর্ঘটনায় প্রাণ হারান ওই গাড়ির চালকও।

লখিসরাইয়ের সুপারিন্টেন্ড্যান্ট সুশীল কুমার বলেছেন, ‘‘ট্রাকের সঙ্গে ভয়ানক সংঘর্ষ হয় গাড়িটির। অন্তত ১০ জন ছিলেন সেই গাড়িতে। গাড়ির চালক-সহ পরিবারের পাঁচ জন সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকি চার জনকে অত্যন্ত গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’’

ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে লখিসরাই হাসপাতালে। পুলিশের খবর, ট্রাকের চালক এবং সহকারী এখনও পলাতক।

সূত্র : আনন্দ বাজার

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরো সংবাদ