1. admin@dhakareport.com : Dhakareport.com :
নিউ ইয়র্ক থেকে হলিউডের ঘোষণা আসছে শাকিবের! - Dhaka Report
বুধবার, ২৬ জানুয়ারী ২০২২, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

নিউ ইয়র্ক থেকে হলিউডের ঘোষণা আসছে শাকিবের!

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ১১ বার

গত ১২ নভেম্বর মার্কিন মুলুকে গেছেন ঢালিউড কিং শাকিব খান। প্রথমবার হওয়ায় প্রবাসীদের জন্য তার এ সফর যেন চমকপ্রদ। তবে শুধু প্রবাসী নয়, দেশের ভক্তদের জন্যও এই তারকা দিতে যাচ্ছেন চমক।

সোমবার (১৫ নভেম্বর) নিউ ইয়র্ক শহরে বসে সংবাদ সম্মেলনে করবেন তিনি। যেখানে নতুন ছবির ঘোষণা দেবেন এই শীর্ষ তারকা। আর সেটা হবে হলিউডকেন্দ্রিক!

জানা যায়, শাকিবের প্রযোজনায় নির্মিতব্য ‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফও এতে যুক্ত আছেন।

তবে নতুন ছবি নিয়ে কেউ-ই মুখ খুলতে নারাজ।

সংবাদ সম্মেলনে শাকিব নিজেই কথা বলবেন। এসময় পরিচালকসহ অন্যান্যরা পাশে থাকবেন।

নতুন ছবি সম্পর্কে জানা যায়, শুটিংয়ের অংশ বিশেষ হবে লস অ্যাঞ্জেলেসের হলিউডে। বাংলা ভাষায় তৈরি এ ছবির প্রযোজকও একাধিক।

বিষয়টি নিয়ে হিমেল আশরাফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‌‘‘এক ‘প্রিয়তমা’র ঘোষণা দিয়েই যে বিপদে আছি, আর নতুন করে কিছু বলতে চাই না। আগামী সপ্তাহে দেশে ফিরবো। তখন নতুন-পুরনো সব আপডেট দেবো।’’

প্রসঙ্গত, শাকিব খানের এবারের আমেরিকার সফরের মূল উদ্দেশ্য, ১৪ নভেম্বর নিউইয়র্ক শহরে বসছে মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’র আসর। অনুষ্ঠানের অন্যতম অতিথি শাকিব খান!

সূত্র: বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরো সংবাদ