এই গ্রহের সবচেয়ে দামি ফুটবলার কে? ট্রান্সফার ফি অনুযায়ী নেইমার। ব্রাজিলীয় ফরোয়ার্ডকে বার্সেলোনা থেকে ভাগিয়ে আনতে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো গুনতে হয়েছিল পিএসজিকে। কিন্তু চাহিদা ও বাজারমূল্যের ভিত্তিতে নেইমার নন, এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার তার পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। সিআইইএস নামের একটি প্রতিষ্ঠানের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। সম্ভাব্য বাজারমূল্য অনুযায়ী সবচেয়ে দামি ফুটবলারের মুকুট উঠেছে বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ডের মাথায়।
সবচেয়ে দামি ১০ ফুটবলার
খেলোয়াড় বাজারমূল্য (ইউরো)
কিলিয়ান এমবাপ্পে (পিএসজি) ২১৮.৫ মিলিয়ন
হ্যারি কেন (টটেনহ্যাম) ২০০.৩ মিলিয়ন
নেইমার (পিএসজি) ১৯৭.১ মিলিয়ন
রাহিম স্টার্লিং (ম্যানসিটি) ১৮৫.৮ মিলিয়ন
মোহামেদ সালাহ (লিভারপুল) ১৮৪.৩ মিলিয়ন
পাওলো দিবালা (জুভেন্টাস) ১৭১.৯ মিলিয়ন
লিওনেল মেসি (বার্সেলোনা) ১৭১.২ মিলিয়ন
রোমেলু লুকাকু (ম্যানইউ) ১৬২ মিলিয়ন
ফিলিপ্পে কুতিনহো (বার্সেলোনা) ১৫৭ মিলিয়ন
লেরয় সানে (ম্যানসিটি) ১৫৬.১ মিলিয়ন