1. admin@dhakareport.com : Dhakareport.com :
কারিনার বিরুদ্ধে থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ - Dhaka Report
শনিবার, ৩১ জুলাই ২০২১, ০৪:২০ পূর্বাহ্ন

কারিনার বিরুদ্ধে থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৬৭ বার

সম্প্রতি মাতৃত্বের সফর নিয়ে একটি বই লিখেছেন কারিনা। বইটির নাম দিয়েছেন ‘প্রেগন্যান্সি বাইবেল’! আর এতেই বেঁধেছে বিপত্তি। বইটির কাভার সামনে আনতেই তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আগাতের অভিযোগ আনে খ্রিষ্টান সম্প্রদায়। ধর্মগ্রন্থ বাইবেল’শব্দ জুড়ে থাকায় তা খ্রিষ্টান ধর্মলম্বীদের জন্য অবমাননাকর বলে দাবি করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানায়, মহারাষ্ট্রের বীড শহরে কারিনা ও আরও দু’জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের মতো গুরুতর অভিযোগ রয়েছে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধেই।

আলফা ওমেগা খ্রিষ্টান মহাসঙ্গের সভাপতি আশিস সিন্ধে বীডের শিবাজি নগর পুলিশ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রতিলিপিতে বলা হয়েছে, করিনা কাপুর খান এবং অদিতি শাহ ভিমজানির লেখা এই বইয়ের নামের সঙ্গে পবিত্র ধর্মগ্রন্থ ‘বাইবেল’ শব্দ জুড়ে থাকায় তা খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য অবমাননাকর।

ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ (ইচ্ছাকৃত-ভাবে কোনও বিশেষ জাতি বা সম্প্রদায়ের মানুষের আবেগে আঘাত হানা) ধারা অনুযায়ী অভিযোগ দায়ের হয়েছে কারিনা, এই বইয়ের সহ-লেখিকা অদিতি এবং প্রকাশকের নামে।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরো সংবাদ
Shares