1. admin@dhakareport.com : Dhakareport.com :
সোনাইমুড়ীতে বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু - Dhaka Report
বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১, ০৯:৪১ অপরাহ্ন

সোনাইমুড়ীতে বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৫১ বার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মো.শাহীন (১৭), উপজেলার চাষিরহাট ইউনিয়নের পোরকরা গ্রামের নজরুল ইসলাম মেম্বার বাড়ির নুরুল ইসলামের ছেলে।সে পেশায় একজন শ্রমিক ছিলেন।

বৃহস্পতিবার (৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাষিরহাট ইউনিয়নের পোরকরা গ্রামের আবু মিয়ার নতুন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহীন পাশ্ববর্তী আবু মিয়ার নির্মাণাধীন বিল্ডিংয়ে দৈনিক শ্রমিক হিসেবে কাজ করছিল। দুপুরের অসাবধানতাবশত বিল্ডিংয়ের ওপর দিয়ে যাওয়া তারের সাথে হাত লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনার স্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরো সংবাদ
Shares