1. admin@dhakareport.com : Dhakareport.com :
টিকার দাম কমাল সিরাম - Dhaka Report
শুক্রবার, ১৪ মে ২০২১, ০৯:২১ পূর্বাহ্ন

টিকার দাম কমাল সিরাম

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৪৩ বার
tika india

ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশে করোনারোধী টিকা কোভিশিল্ডের দাম কমিয়েছে সিরাম ইনস্টিটিউট।
ভারতীয় রাজ্যগুলো এখন আগের তুলনায় ১০০ রুপি কমে এই টিকা কিনতে পারবে।
তবে ভারতের বেসরকারি হাসপাতাল ও বিদেশে রফতানির ক্ষেত্রে দাম কমানো হবে কি না তা জানানো হয়নি।

বুধবার বিকালে সিরামের প্রধান নির্বাহী (সিইও) আদর পুনেওয়ালা এক টুইটে বলেন, সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার পক্ষ থেকে জনহিতকর কারণে আমি ডোজপ্রতি (কোভিশিল্ডের দাম) ৪০০ রুপি থেকে কমিয়ে ৩০০ রুপি করছি, যা এখন থেকেই কার্যকর হবে।

তার মতে,করোনা টিকার দাম কমানোর কারণে ভবিষ্যতে রাজ্যগুলোর কয়েক হাজার কোটি রুপি বেঁচে যাবে।
এটি টিকাদানের পথ আরও প্রশস্ত করবে এবং অসংখ্য জীবন বাঁচাবে।

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার অনুমতি সাপেক্ষে তাদের আবিষ্কৃত করোনা টিকা উৎপাদন করছে বিশ্বের সর্ববৃহৎ টিকা প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউট।
তারা এর নাম দিয়েছে কোভিশিল্ড।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরো সংবাদ
Shares