1. admin@dhakareport.com : Dhakareport.com :
পুত্রবধূ-ছেলেসহ করোনা পজিটিভ মৌসুমী - Dhaka Report
শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৫:৩৩ অপরাহ্ন

পুত্রবধূ-ছেলেসহ করোনা পজিটিভ মৌসুমী

নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৫৮ বার

ছেলে ফারদিন ও নব পুত্রবধূ সাদিয়া রহমান আয়েশাসহ করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী মৌসুমী।
রোববার (৪ এপ্রিল) ওমর সানি এ তথ্য নিশ্চিত করেছেন।

ওমর সানি বলেন, করোনা রিপোর্ট পেয়ে মনটা খুব বেশি খারাপ হয়ে গেলো। পরিবারের সবাই পজিটিভ। বিশেষ করে আমার মেয়েটার জন্য বেশি চিন্তিত। কারণ ও একটু নার্ভাস। আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি। দ্রুত যেন সুস্থ হয়ে ওঠে।;

তিনি আরও বলেন, সবাই এখন বাসায় আইসোলোশনে আছে। বাসায় চিকিৎসা নিচ্ছে।

ক’দিন আগেই ধুমধাম করে একমাত্র ছেলে ফারদিনের বিয়ে দিয়েছেন মৌসুমী ও ওমর সানি। বিয়ের দাওয়াতে আসা কয়েকজন আত্মীয়স্বজনও অসুস্থ হয়েছেন বলে নিশ্চিত করেছেন ওমর সানি।

আজ সকালে ওমর সানি ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, আমি ছাড়া আমার পরিবারের সবাই পজিটিভ, নেগেটিভ হইও শান্তি পাচ্ছি না, আপাদের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সাফা দান করেন।’

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরো সংবাদ
Shares