1. admin@dhakareport.com : Dhakareport.com :
আঁচল-জয়ের এক পশলা বৃষ্টি - Dhaka Report
শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৫:৪৯ অপরাহ্ন

আঁচল-জয়ের এক পশলা বৃষ্টি

Ripon Salahuddin
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ১২২ বার

বিনোদন প্রতিনিধি : ঢাকাই সিনেমার নায়িকা হিসেবে এরইমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন আঁচল। অন্যদিকে প্রতিশ্রুতিশীল নায়ক হিসেবে কাজ করে যাচ্ছেন জয় চৌধুরী। আগেও দুজন একসঙ্গে জুটি বেঁধে সিনেমা করেছিলেন। এবার তাদের দেখা যাবে ‘এক পশলা বৃষ্টি’ নামে নতুন একটি সিনেমায়।

সম্প্রতি শাপলা মিডিয়া যে ১০০টি সিনেমা নির্মাণের ঘোষণা দেয় তারমধ্যে শুটিংয়ের প্রস্তুতি চলছে ১০টির। সেগুলোরই একটি ‘এক পশলা বৃষ্টি’। এটি নির্মাণ করবেন জাফর আল-মামুন।

এতে জয় চৌধুরী এবংআচঁল ছাড়াও অভিনয় করবেন আরজু, নানাশাহ, গুলশানারা, রেবেকা, রাজু আহম্মেদ প্রমুখ।

জয় চৌধুরী বলেন, ‘এই সিনেমার গল্প আমার খুব ভালো লেগেছে। বলা যায় গল্পের জন্যই কাজটি করতে আগ্রহী হয়েছি। আমার চরিত্রেও বেশ গুরুত্ব আছে। তারচেয়েও বড় কথা সিনেমাটিতে আমি জুটি বেঁধেছি বন্ধু আঁচলের সঙ্গে। আমাদের পুরো ইউনিটের চেষ্টা থাকবো দর্শকদের ভালো একটি কাজ উপহার দেওয়ার।’

সোস্যাল ক্লাসিক রোমান্টিক ঘরানার সিনেমাটির শুটিং হবে ঢাকা ও কক্সবাজারে। আসছে রোজার ঈদে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরো সংবাদ
Shares