ঢাকাঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও পাঁচজন। এছাড়া এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪২৮ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩৭৯ জনে। এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার ৫৪৪ জন।
আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন সুস্থ হয়েছেন আরো ৮৩১ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৩ হাজার ৭১৮ জন। এর আগে মঙ্গলবার দেশে আরো ৩৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৮ জন।