হাতে পিস্তল, লুঙ্গি কোমরে গিট্টু- জনসমাবেশে ফাকা গুলি ছুঁড়ছেন। মানুষ ভয়ে পালাচ্ছে। রামদা-অস্ত্র হাতে পেছন থেকে আরও দিতে দেখা গেছে চার পাঁচজনকে। যেখানে যান সেখানেই সব ফাঁকা হয়ে যায়। তার নাম শুনেই ভয়ে কেঁপে উঠে এলাকার মানুষ।
এমনই এক ভয়ঙ্কর মাস্তান চরিত্রে এবার দেখা যাবে দেশের তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ‘রাজা মাস্তান’ নামের নাটকটিতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে।
পরিচালক মাসুদ আল জাবের বলেন, ‘এখন একটা প্যাটার্নের কাজের ট্রেন্ড চলছে আমাদের শোবিজে। চেষ্টা করেছি সেই আমেজ থেকে দর্শককে একটু ভিন্ন দিকে নিয়ে যেতে। সেজন্যই থ্রিলার গল্প বেছে নিয়েছি আমার ফিকশনটির জন্য। এখানে মোশাররফের বিপরীতে দেখা যাবে নাদিয়াকে।
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত টেলিছবির ঘটনা। আশা করছি তার ভক্তরা উপভোগ করবেন রাজা মাস্তানকে। চমৎকার অভিনয় করেছেন তিনি নাটকটিতে।’
জানা যায়, আগামী ২৭ ফেব্রুয়ারি টেলিছবিটি দেখানো হবে মাছরাঙা টিভিতে। এর পরদিন এটি প্রকাশিত হবে ডেডলাইন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। টেলিছবিটি প্রযোজনা করেছেন ফাহিম ইসলাম।