নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে চালবাহী একটি বলগেট ডুবির ঘটনা ঘটেছে। এতে বলগেট’টিতে থাকা ১৫৯ টন চাল ও ৫০ টি গ্যাস সিলিন্ডার ডুবে গেছে। তবে এতে কোন হতাহত বা নিখোঁজে ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বলগেটের মাঝি কবির হোসেন।
বৃহস্পতিবার সকালে মেঘনা নদীর কেরিংচর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৬টার দিকে ৯২৪০বস্তা চাল ও ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে আল্লারদান নামের একটি বলগেট মেঘনা নদীর চেয়ারম্যানঘাট থেকে তমরদ্দি ঘাটের উদ্দেশ্যে বের হয়। সকাল ৭টার দিকে কেরিংচর এলাকায় পৌঁছলে প্রচন্ড ডেউয়ের কবলে পড়ে চালসহ বলগেটটি ডুবে যায়। চালগুলো বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. একরাম উল্যা জানান, জেলা শহরের দত্তেরহাটের তাজু নামের এক ডিলার হাতিয়ার সরকারি খাদ্যগুদামের জন্য চাল সরবরাহ করছিল। প্রতি বস্তায় ৩০ কেজি করে ৯২৪০বস্তা চাল সকালে চেয়রম্যানঘাট থেকে বলগেটে করে আসার সময় ডেউয়ের কবলে পড়ে মেঘনা নদীতে ডুবে যায়।