নানা কৌশলে মানুষকে ফাঁদে ফেলতেন তারা। স্বামী অন্য নারীকে ফাঁদে ফেলতে, স্ত্রীর শিকার হতেন পুরুষরা। প্রেমেরে অভিনয় করে তারা বাড়িতে ডাকতেন। এরপর অন্তরঙ্গ হওয়ার মূহুর্তেই শিকারকে হত্যা করতেন। তারা এতটাই বিকারগ্রস্ত যে, দিনের পরদিন এসব মৃত মানুষের মাংস সংরক্ষণ করে সুগুলো রান্না করে খেয়েছেন। এমনকি নরমাংস রান্নার বই ও লিখে ফেলেন দু’জনে।
২০১৭ সালে রাশিয়া এ সিরিয়াল কিলার দম্পতি পুলিশের কাছে গ্রেফতার হন। দুই দশক ধরে তারা সাধারণ মানুষের ভিড়েই লুকিয়ে ছিলেন। অবশেষে কয়েকটি ছবির কারণে ভয়ঙ্কর এ দম্পতি ধরা পড়ে। পুলিশের তথ্যমতে নাটালিয়া বাকশিভা এবং তার স্বামী দিমিত্রি বাকশিভ ১৯৯৯-২০১৭ সাল পর্যন্ত ৩০ জনকে খুব করেছেন এবং তাদের মাংস খেয়েছেন।
সূত্র: জাগোনিউজ২৪